Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ন্যাটোকে তার ভৌগলিক আওতায় থাকতে হুঁশিয়ারি চীনের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০২২, ৬:৫৮ পিএম

ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গের চীন সম্পর্কিত এক সাম্প্রতিক মন্তব্যের ব্যাপারে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান। আজ (বুধবার) বেইজিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ সংক্রান্ত প্রতিক্রিয়া ব্যক্ত করেন চীনের এ মুখপাত্র।

চীনা মুখপাত্র বলেন, আর্থ-বাণিজ্যিক সহযোগিতাকে রাজনৈতিক মতাদর্শের সঙ্গে মেলানো আন্তর্জাতিক যৌথ স্বার্থের জন্য প্রতিকূল। এটি নিজের পায়ে নিজে কুড়াল মারার শামিল। জানা গেছে, সম্প্রতি ন্যাটো মহাসচিব বলেছে যে পশ্চিমা দেশগুলোর গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণ, সরবরাহ চেইন এবং গুরুত্বপূর্ণ শিল্প বিভাগের ওপর নিয়ন্ত্রণ আরোপের অপচেষ্টা করছে চীন।

এই সম্পর্কে চীনা মুখপাত্র বলেন, স্নায়ুযুদ্ধের পর ন্যাটোর সম্প্রসারণের উচ্চাকাঙ্ক্ষা অধিক থেকে অধিকতর গুরুতর হয়ে উঠেছে। ন্যাটো জাতিসংঘ ও বিশেষ আন্তর্জাতিক সংস্থার সাইবার স্পেসের কাজে হস্তক্ষেপ করতে চেয়েছিল। জলবায়ু পরিবর্তন, অবকাঠামো নির্মাণ, প্রযুক্তির ক্ষেত্রে উদ্ভাবন, সরবরাহ চেইন, স্বাস্থ্য ও জ্বালানিসহ বেসামরিক ক্ষেত্রেও হস্তক্ষেপ করেছে ন্যাটো।

তিনি বলেন, আঞ্চলিক সংস্থা হিসেবে ন্যাটোর উচিত নিজের ভৌগলিক আওতায় কাজ করা, এবং নিয়ম লঙ্ঘনের অপচেষ্টা চালানো থেকে বিরত থাকা। সূত্র: গ্লোবাল টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ