কাতার বিশ্বকাপে মাঠে নামার আগেই একের পর এক দুঃসংবাদ শুনেছিল ফ্রান্স।তারকা খেলোয়াড় করিম বেনজেমা, পল পগবা, এন’গলো কান্তে ও ক্রিস্টোফার এনকুকো ইনজুরিতে পড়ে ইতিমধ্যে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন।
এতসব চাপের মধ্যে আজ ডি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিপক্ষে মাঠে নামা ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা শুরুতেই খায় ধাক্কা।
কাতারের আল জানুব স্টেডিয়ামে ম্যাচের মাত্র ৯ মিনিটে লিড নিয়ে ফ্রান্সকে চমকে অস্ট্রেলিয়া।ল্যাকির ডি বক্সে বাড়ানো পাস থেকে বল পেয়ে সহজেই লক্ষ্যভেদ করেন গডউইন।
শুরুর ধাক্কা সামলে নিয়ে এরপরেই আক্রমণে যায় ফ্রান্স। ২৬ মিনিটে মিডফিল্ডার র্যাবিওটের গোলে সমতা আনে দিদিয়ে দেশামের দল। এর মিনিট ছয়েক পরে অলিভার জিরো ফের একবার অস্ট্রেলিয়ার জালে বল পাঠালে লিড নেয় ফ্রান্স।
এমবাপ্পে থেকে বল পেয়ে ডি বক্সে ঠেলে দেন প্রথম প্রথম গোলদাতা র্যাবিওট। বক্সে অরক্ষিত জায়গায় বল পেয়ে পায়ের আলতো ছোয়ায় নিশানাভেদ করেন এই স্ট্রাইকার। জাতীয় দলের হয়ে বহুদিন পরে গোল পেলেন জিরুড।ফ্রান্সের হয়ে সবশেষ ২৭ ম্যাচে এটি জিরুডের দ্বিতীয় গোল।