Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোনালদো-ইউনাইটেড তিক্ততার শেষটা হলো বিচ্ছেদে

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০২২, ১:১৪ এএম
 
 
এমনটা হওয়ারই ছিল! ফুটবল প্রেমীদের আগ্রহ ছিল শুধু কবে এবং কিভাবে হচ্ছে তার উপর।সব গুঞ্জন সত্য প্রমাণিত করে রোনালদোর সাথে সব সম্পর্ক শেষ করল ইউনাইটেড। ম্যানচেস্টার ইউনাইটেডের অফিসিয়াল টুইটার একাউন্ট থেকে করা এক টুইটে বিষয়টি নিশ্চিত করা হয়।
 
এ গ্রীষ্মে রেড ডেভিলসদের কোচ হিসেবে এরিক টেন হাগ দায়িত্ব নেওয়ার পর থেকে মুলত ঝামেলার শুরু। তিনি রোনালদোকে একরকম তার ভবিষ্যৎ পরিকল্পনা থেকে বাধ দিয়ে দিয়েছিলেন। প্রিমিয়ার লিগে খেলিয়েছেন কালে ভদ্রে, অপেক্ষাকৃত কম মর্যাদার ইউরোপা লিগে যা একটু নিয়মিত খেলিয়েছেন। উপেক্ষা,অবহেলার প্রতিবাদ শুরুতে আকার ইঙ্গিতে সাম্প্রতিক সময়ে প্রকাশ্যে ক্লাবের সমালোচনা করতে শুরু করেন এই পর্তুগিজ তারকা।
 
কদিন আগে বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তে পিয়ার্স মরগানকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউনাইটেডের কোচ ও কর্তৃপক্ষের ব্যাপক সমালোচনা করেন রোনালদো। মূলত সেটি কাল হয়েছে তার জন্য।
 
বহুল আলোচিত সে সাক্ষাৎকারে রোনালদো বলেছিলেন, কোচ এরিক টেন হাগের প্রতি তাঁর কোনো শ্রদ্ধা  নেই, কারণ টেন হাগ তাকে তার প্রাপ্য মর্যাদাটুকু দেন না।বিস্ফোরক সে সাক্ষাৎকারে ইউনাইটেড তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলেও দাবি করেছিলেন রোনালদো। সেই ঘটনার ধারাবাহিকতাতেই এই চুক্তি বাতিলের সিদ্ধান্ত এল।
 
রোনালদোর সাথে চুক্তি বাতিলের বিষয়ে ইউনাইটেড ক্লাব কর্তৃপক্ষ এক টুইটে লিখেছে, পারস্পরিক সম্মতিতে রোনালদো ক্লাব ছাড়তে যাচ্ছে। যেটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। ক্লাবের সাফল্যে অসামান্য অবদানের জন্য এ টুইটে ইউনাইটেড তার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করে।
 
বিষয়টি নিশ্চিত করে সিআর সেভেন এক বিবৃতিতে উল্লেখ করেছেন, আমি ম্যানচেস্টার ইউনাইটেডকে এবং ভক্তদের ভালোবাসি। সেটা কখনো বদলাবে না। যা হয়েছে পারস্পরিক সম্মতিতেই হয়েছে। আমি মনে করি এখন নতুন চ্যালেঞ্জ সন্ধানের সঠিক সময়। আমি মৌসুমের বাকি সময়ের জন্য এবং ভবিষ্যতের জন্য দলের সফলতা কামনা করি।
 


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ