বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সৌমিত্র চক্রবর্তী, সীতাকু- থেকে : সীতাকু-ে পূবালী ব্যাংকের গাড়ি থেকে চুরিকৃত অর্ধকোটি টাকার হদিস মেলেনি ৭দিনেও। তবে পুলিশ টাকা উদ্ধারে তৎপরতা অব্যহত রেখেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এ পর্যন্ত মোট সাত জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুধু তাই নয়, গ্রেপ্তারকৃত আসামিদের দুই দফায় রিমান্ডে এনে ব্যাপক জিজ্ঞাবাদ করা হয়েছে। কিন্তু তাতেও টাকার খোঁজ না পাওয়ায় গতকাল (বুধবার) তাদেরকে আরো এক দিনের রিমান্ডে এনেছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার পূবালী ব্যাংক চট্টগ্রামের সিডিএ কর্পোরেট শাখা থেকে মাইক্রোবাস যোগে সীতাকু- শাখার উদ্দ্যেশ্যে ৫০লাখ ৫০ হাজার টাকা নিয়ে আসার পর এক পর্যায়ে ব্যাগ ভর্তি ঐ টাকা গাড়ি থেকে উধাও হয়ে যায়। ঘটনাটি জানাজানি হলে সিডিএ কর্পোরেট শাখার এজিএম তৌফিকুর রহমান বাদী হয়ে সীতাকু- থানায় টাকা চুরির অভিযোগ তুলে সুনির্দিষ্ট ৫জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় আসামি করা হয় সিডিএ কর্পোরেট শাখার ক্যাশ অফিসার রাজিবুর রহমান, ঐ ব্যাংকের ৩ সিকিউরিটি গার্ড আশিকুর রহমান (২৬), তাঞ্জু রহমান (২৫) এবং মাজাহারুল ইসলাম (২৯) এবং মাইক্রোবাস চালক বিজয় কুমার দাসকে। মামলা করার সময় এজিএম অভিযুক্তকে সাথে নিয়ে আসায় পুলিশ তাদের গ্রেপ্তার দেখিয়ে পরদিন আদালতে চালান করেন। সেখানে তাদের রিমান্ডের আবেদন করলে আদালত গাড়ি চালক বিজয়ের একদিনের রিমান্ড ও অন্য ৪জনের ২দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে তাদেরকে আরো একদিন করে রিমান্ডে আনা হয়। রিমান্ডে ৫আসামিকে ব্যাপক জিজ্ঞাবাদ করলেও টাকাগুলো উদ্ধার করা যায়নি। তবে জিজ্ঞাসাবাদের পর ঘটনার সাথে জড়িত সন্দেহে সীতাকু- বাজারের ব্যবসায়ী মালিক খগেন্দ্র কুমার (বদন) ও রুপন কুমার নাথকে গ্রেপ্তার করে গত সোমবার তাদেরও একদিনের রিমান্ডে আনা হয়। কিন্তু রিমান্ডের পরও টাকাগুলো উদ্ধার হয়নি। এর মধ্যে আসামিদের রিমান্ডের সময় শেষ হয়ে যাওয়ায় গতকাল (বুধবার) একসাথে ৭ আসামিকে ১০দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী অফিসার সীতাকু- থানার পরিদর্শক (তদন্ত) রিয়াদ মাহমুদ। কিন্তু আদালত তাদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
রিয়াদ মাহমুদ প্রতিবেদককে বলেন, এখনো টাকা উদ্ধার হয়নি। তবে আমরা চেষ্টা অব্যহত রেখেছি। ইতিপূর্বে মামলার এজাহার ভুক্ত ৫জনকে গ্রেপ্তার ও রিমান্ডে আনার পর আরো দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার ৭ আসামির ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিলো। আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তিনি আশা করছেন খুব শীঘ্রই হয়ত টাকাগুলোর হদিস পাওয়া সম্ভব হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।