Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হ্যাকিংয়ের অভিযোগ অশোভন : মস্কো

| প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ডেমোক্র্যাটিক পার্টি ও হিলারি ক্লিন্টনের একজন শীর্ষ সহযোগীর ইমেইল হ্যাক করার যে অভিযোগ করছে তা অশোভন বলে মন্তব্য করেছে ক্রেমলিন। যুক্তরাষ্ট্র কোন ধরনের প্রমাণ ছাড়াই রাশিয়ার বিরুদ্ধে এ অভিযোগ উত্থাপন করে বলে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের মুখপাত্র বলেন, তাদের (যুক্তরাষ্ট্র) হয় এ বিষয়ে কথা বলা বন্ধ করা, নয়ত শেষ পর্যন্ত এর কিছু প্রমাণ দেয়া উচিত। ওদিকে, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো বলছে, ক্রেমলিন সংশ্লিষ্ট রুশ হ্যাকাররা যে ইমেইল হ্যাক হওয়ার পেছনে জড়িত সে বিষয়ে তাদের কাছে প্রচুর প্রমাণ আছে। গত বৃহস্পতিবার হোয়াইট হাউজের একজন মুখপাত্র বলেন, এ সাইবার হামলার পেছনে স্বয়ং রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন জড়িত। এর কয়েক ঘণ্টা পর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে রাশিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও ঘোষণা দেন। যদিও রুশ কর্তৃপক্ষ হ্যাকিংয়ের অভিযোগ জোর গলায় অস্বীকার করেছে। রাশিয়ার অবৈধ হস্তক্ষেপের উদ্দেশ্য ছিল ট্রাম্পকে জেতানো- একথা বলে গোয়েন্দা সংস্থা সিআইএ তাদের প্রতিবেদনের সমাপ্তি টানে। যদিও এ সংক্রান্ত কোন প্রমাণ এখনও তারা প্রকাশ করেনি। রাশিয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তাকে জেতাতে রুশ হ্যাকারদের মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ উড়িয়ে দিয়ে সিআইএ’র দাবিকে উদ্ভট এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে বর্ণনা করেছেন। অক্টোবর ও নভেম্বরে ডেমোক্র্যাটিক প্রার্থী হিলারির প্রচার শিবিরের প্রধান ছিলেন জন পোডেস্টা, যার ইমেইল হ্যাকড হওয়ার খবর পরে প্রকাশ পায়। গত বৃহস্পতিবার পোডেস্টা রাশিয়ার হ্যাকিংয়ের অভিযোগ নিয়ে গোয়েন্দা সংস্থা এফবিআই’য়ের প্রতিক্রিয়ার সমালোচনা করে ওয়াশিংটন পোস্টে এক কলামে লেখেন, হিলারির নিষ্পত্তি হয়ে যাওয়া ইমেইল কা- নিয়ে এফবিআই যেভাবে নতুন করে জোর প্রতিক্রিয়া দেখিয়েছিল সেই তুলনায় একটি জাতীয় নির্বাচন ভ-ুল করার রাশিয়ার খুবই বাস্তব পরিকল্পনার অভিযোগে তাদের প্রতিক্রিয়া আপাতদৃষ্টিতে খুবই ঢিলেঢালা। এতেই বোঝা যাচ্ছে, এইবিআই’তে বড় ধরনের ভাঙন দেখা দিয়েছে। ওয়াশিংটন পোস্ট, বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ