মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ওয়াই হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ভিত্তি হচ্ছে এক চীন নীতি। কোনো দেশই এর বাইরে নয়। গত বৃহস্পতিবার দিবাগত রাতে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জিন মার্ক আরাউলতের সঙ্গে বৈঠকের সময় তিনি এ কথা বলেন। তাইওয়ানকে নিজেদের বিচ্ছিন্ন প্রদেশ বলে মনে করে চীন। ১৯৭৯ সাল থেকে তাইওয়ানকে এক চীনের অংশ হিসাবে স্বীকৃতি দিয়ে আসছে ওয়াশিংটন। তবে গত নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ের পর ট্রাম্পকে ফোনে শুভেচ্ছা জানিয়েছিলেন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন। চার দশকের এই রীতি ভঙ্গে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছিল চীন সম্প্রতি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজ সানডেতে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প সাফ বলেছেন যুক্তরাষ্ট্র এক চীন নীতি মানতে বাধ্য নয়। ওয়াং ওয়াই জানান, তাইওয়ান ইস্যুর সঙ্গে চীনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখ-তার সঙ্গে সংশ্লিষ্ট। তিনি বলেন, অন্য দেশের জন্য চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে এক চীন নীতির প্রতি সমর্থন। এই গুরুত্বপূর্ণ ইস্যুটি সঠিক না ভুল সেই প্রশ্ন তোলার ক্ষেত্রে কোনো দেশকেই ছাড় দেয়ার সুযোগ নেই। সিনহুয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।