Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনামূল্যে রুশ গমের ময়দা দেবে তুরস্ক

সিরিয়ায় স্থল হামলার হুমকি দিলেন এরদোগান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

সংকটে থাকা দেশগুলোকে বিনামূল্যে রুশ গম থেকে তৈরি ময়দা সরবরাহ করবে তুরস্ক। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান জানিয়েছেন, বিষয়টি নিয়ে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে একমত হয়েছেন তিনি। স¤প্রচারমাধ্যম হ্যাবারতুর্কের বরাত দিয়ে সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। পরিকল্পনা অনুযায়ী, রুশ গম থেকে তুরস্কে ময়দা তৈরি করা হবে এবং বৈশ্বিক খাদ্য সংকট কমাতে স্বল্পোন্নত দেশগুলোতে বিনামূল্যে সেগুলো সরবরাহ করা হবে। এর আগে গত সপ্তাহে ইউক্রেনের কৃষ্ণ সাগর উপক‚লের বন্দর দিয়ে দেশটির খাদ্যশস্য রফতানির চুক্তির মেয়াদ চার মাসের জন্য বাড়ানো হয়। চুক্তিটি প্রথম স্বাক্ষরিত হয় গত জুলাই মাসে। এর আওতায় একটি সুরক্ষিত সামুদ্রিক করিডোর গড়ে তোলা হয়। যে করিডোর দিয়ে ইউক্রেনীয় বন্দর থেকে দেশটির খাদ্যশস্য বিভিন্ন দেশে রফতানি করা হয়। বিশ্বের খাদ্য ঘাটতি মোকাবিলায় এ চুক্তির গুরুত্বপূর্ণ ভ‚মিকা রয়েছে। অপর এক খবরে বলা হয়, সিরিয়ায় এবার স্থল হামলার হুমকি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। সোমবার সিরিয়ার ভেতর থেকে ছোড়া রকেটে তুরস্কের তিন নাগরিক নিহত হওয়ার পর এরদোগান সিরিয়ায় ওই সামরিক অভিযান চালানোর হুমকি দেন। খবর দ্য ডনের। এর আগে বোরবার তুরস্কের বিমানবাহিনী সিরিয়ার উত্তরাঞ্চলের কয়েকটি কুর্দি গেরিলা অবস্থানে হামলা চালায়। এর একদিন পর সিরিয়ার উত্তর্ঞ্চল থেকে তুরস্কের ভেতরে এই রকেট হামলা চালানো হলো। তুরস্কের বিমান হামলায় সিরিয়ায় ৩১ জন নিহত হয়েছেন। গত ১৩ নভেম্বর তুরস্কের ইস্তানবুলে আত্মাঘাতী বোমা হামলায় ৬ জন নিহত ও ৮১ জন আহত হন। ওই হামলায় পিকেক নামে কুর্দি গ্যারিলাদের সংগঠন জড়িত বলে তুরস্ক দাবি করে আসছে। এর পরই গত রোববার ইরাক ও সিরিয়ার অন্ত ৯০টি স্থানে কুর্দি গেরিলাদের আস্তানায় বিমান হামলা চালায় তুরস্ক। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছে, সিরিয়ার কুর্দি গেরিলা ওয়াইপিজি সোমবার তুরস্কের সীমান্তবর্তী কারকামিস শহরে এই হামলা করেছে। সিরিয়ার ভিতর থেকে ছোঁড়া রকেটে সোমবার তুরস্কের তিন নাগরিক নিহত হয়েছে। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছে, সিরিয়ার কুর্দি গেরিলা ওয়াইপিজি তুরস্কের সীমান্তবর্তী কারকামিস শহরে এই হামলা করেছে। তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোলু বলেন, পাঁচটি রকেট নিক্ষেপ করা হয়েছে, এর মধ্যে একটি রকেট গিয়ে স্কুলে আঘাত হানে। এতে ৬ জন আহত হয়েছে যার মধ্যে দুজনের অবস্থা গুরুতর। সিপারিয়া থেকে ছোড়া এসব রকেট দুটি বাড়ি এবং সীমান্ত পার হওয়া একটি ট্রাকের ওপর আঘাত হানে। এতে স্কুলের জানালা-দরজা ভেঙে চুরমার হয়ে গেছে এবং একটি ট্রাক আগুনে জ্বলছে। আল-জাজিরা, আনাদোলু, ডন।



 

Show all comments
  • rana ২৩ নভেম্বর, ২০২২, ৮:৩১ এএম says : 1
    তুরস্ক এক সময় সারা দুনিয়ায় শাষন করবে
    Total Reply(0) Reply
  • rana ২৩ নভেম্বর, ২০২২, ৮:৩৩ এএম says : 1
    অন্য দেশ বিপদে পড়লে তুরস্ক সব সময়ই চেষ্টা করে তাদের সহযোগিতা করার জন্য। কারণ তারা ইসলাম ও মানবতার পক্ষে কাজ করে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ