Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্থিতিশীল পাকিস্তান নিশ্চিত করা হবে : নওয়াজ

| প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বলেছেন, শান্তি এবং স্থিতিশীল পাকিস্তান নিশ্চিত করতে হবে। তিনি বলেন, ১৬ ডিসেম্বরকে কখনো ভুলা যাবে না, ভুলা যায় না। এই দিনটিতে আমাদের প্রায় দেড়শ’ নিষ্পাপ শিশুদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। গত শুক্রবার দিনটির স্মরণে এক বিবৃতিতে এসব বলে মন্তব্য করেন তিনি। নওয়াজ শরীফ বলেন, জাতি বিশ্বাস করে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধকে একটি যৌক্তিক সমাপ্তিতে নিয়ে যাব এবং আগামী প্রজন্মের জন্য শান্তি এবং স্থিতিশীল পাকিস্তান নিশ্চিত করা হবে। উল্লেখ্য, ২০১৪ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানের পেশোওয়ারে সেনাবাহিনী পরিচালিত একটি স্কুলে সশস্ত্র জঙ্গি হামলায় প্রায় ১৩২ শিশু শিক্ষার্থীসহ অন্তত ১৪১ জন প্রাণ হারিয়েছে। এ জঙ্গি হামলা পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ জঙ্গি হামলা ছিল, যা সারাবিশ্বকে স্তব্ধ করে দিয়েছিল। কাজেই এ দিনের কথা সহসাই ভুলবার নয়। ডন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ