মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বৈশ্বিক অস্থিরতার কারণে বেড়েছে জ্বালানির তেলের দাম। বিশ্বে বেশ কয়েকটি দেশ রয়েছে যেখানে জ্বালানি তেলের দাম পানির চেয়েও সস্তা। তাহলে দেখে নেওয়া যাক, বিশ্বের কোথায় কোথায় সস্তায় জ্বালানি তেল পাওয়া যায়- আপাতত কয়েকটি দেশের নাম উল্লেখ করা হচ্ছে, যেখানে জ্বালানি তেল বা গ্যাসোলিনের গড় দাম লিটার প্রতি ২ টাকা থেকে ৫ টাকার আশেপাশে। আবার কিছু এই জ্বালানি তেলের দাম ৪০ টাকার আশেপাশে। আমেরিকার ভেনেজুয়েলায় ক্রুড অয়েলের বিপুল ভাÐার রয়েছে। এখানে এক গ্যালন তেলের দাম ০.০৬ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৬.১৭ টাকা মাত্র। এক গ্যালনে তেল থাকে ৩.৭৮ লিটার। সুতরাং ভেনেজুয়েলায় লিটার প্রতি তেলের দাম ১.৬৩ টাকা! এছাড়াও লিবিয়া, ইরান, অ্যাঙ্গোলা, অ্যালজেরিয়া ও কুয়েতেও জ্বালানি তেল পাওয়া যায় খুব সস্তায়। লিবিয়ায় এক গ্যালন তেলের দাম ০.১১ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১১.৩০ টাকা। সে হিসেবে দেশটিতে এক লিটার জ্বালানি তেলের দাম ২.৯৮ টাকা। ইরানে লিটার প্রতি জ্বালানি তেলের দাম ৫.৪৩ টাকা। আবার আলজেরিয়ায় লিটার প্রতি তেলের দাম ৩৩.৪৩ টাকা। কুয়েতে জ্বালানি তেলের ৩৪.৭৯ টাকা লিটার। তুর্কমেনিস্তানে লিটার প্রতি জ্বালানি তেলের দাম ৪৪.০৪ টাকা। মালয়েশিয়ায় এক লিটার জ্বালানি তেলের দাম ৪৪.৩১ টাকা। নাইজেরিয়ায় লিটার প্রতি জ্বালানি তেলের দাম ৪৪.৮৫ টাকা। মিশরে এক লিটার জ্বালানি তেলের দাম ৪৫.৬৭ টাকা। পৃথিবীর বহু দেশে জ্বালানি তেলকে গ্যাসোলিন বলা হয়। নাম আলাদা হলে দুটি একই জিনিস। মার্কিন যুক্তরাষ্ট্রেও পেট্রোলকে গ্যাসোলিন বলা হয়। ফ্যাক্টর ফাইন্ডার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।