Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দলিত নারী পানি পান করায় গোমূত্র দিয়ে ‘পবিত্র’

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০২২, ১২:০১ এএম

যুগ বদলেছে। কিন্তু জাত-পাত-বর্ণ নিয়ে বৈষম্য এখনও ঘোচেনি। আর তাইতো এক দলিত নারী গ্রামের একটি পানীয় ট্যাংক থেকে পানি পান করায় শুরু হলো হইচই। ট্যাংকটি থেকে পানি বের করে সেটি পরিষ্কার করা হলো। শুধু তাই নয়, গোমূত্র দিয়ে সেই ট্যাংক শুদ্ধ করা হলো। শুনতে অবাক লাগলেও বর্তমান যুগে এমনই ঘটনা ঘটেছে ভারতের কর্নাটক প্রদেশের ছমরাজনগর জেলার হেগ্গোতারা গ্রামে। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। মূলত কর্নাটকের বিভিন্ন গ্রামে আজও দলিত-ব্রাহ্মণ জাতি-বৈষম্য বিশেষভাবে পালন করে সেখানকার মানুষ। এবার রাজ্যটির হেগ্গোতারা গ্রাম সেই বর্ণ বৈষম্যেরই একটি দৃষ্টান্ত হয়ে উঠল। মূলত ছমরাজনগর জেলার হেগ্গোতারা গ্রামের প্রতিটি ট্যাংকের গায়ে বড় বড় করে লেখা রয়েছে, এখান থেকে সকলে পানি পান করতে পারেন। কিন্তু, আদতে যে সেটি মেনে চলা হয় না, তারই নজির মিলল দলিত নারী পানি পান করার পর। ভারতীয় সংবাদমাধ্যম বলছে, তফসিলি স¤প্রদায়ভুক্ত ওই দলিত নারী গত ১৮ নভেম্বর কর্নাটক প্রদেশের ছমরাজনগর জেলার হেগ্গোতারা গ্রামে একটি বিয়ে বাড়িতে গিয়েছিলেন। সেই সময়ই তিনি গ্রামের একটি পানীয় জলের ট্যাংকের কল খুলে পানি পান করেন। এই ঘটনাটি গ্রামের উচ্চবর্ণের অনেকে দেখে ফেলেন। আর এরপরই গ্রামের মোড়লরা রীতিমতো আলোচনা করে ট্যাংকের সকল পানি ফেলে দিয়ে সেটি পরিশুদ্ধ করার সিদ্ধান্ত নেন। কেননা তাদের মতে, দলিত নারী ট্যাংকের পানি পান করায় সেটি অপবিত্র হয়ে গেছে। তাই কেবল ট্যাংকের সব পানি ফেলেই তারা ক্ষান্ত হননি, ট্যাংকে গোমূত্র ঢেলে সেটি পবিত্র করা হয় বলেও অভিযোগ উঠেছে। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ