মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বলকান অঞ্চলের দুই দেশ কসোভো ও সার্বিয়ার সীমান্তে সংঘর্ষ ছড়িয়ে পড়তে পারে বলে সতর্কতা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। মঙ্গলবার এ সতর্কতা দেন ইইউর পররাষ্ট্রনীতি প্রধান জোসেফ বোরেল। মূলত গাড়ির নাম্বার প্লেট নিয়ে সার্বিয়ার সীমান্তবর্তী কসোভোর একটি অঞ্চলে উত্তেজনা দেখা দিয়েছে। কসোভোর এ অঞ্চলে বসবাস করেন জাতিগত সার্বিয়ানরা। যারা কসোভোর আইন-কানুন মানতে চান না। এ নিয়ে সেখানে প্রায়ই উত্তেজনা চলে। এখন গাড়ির নাম্বার প্লেট নিয়ে জাতিগত সার্বিয়ানদের সঙ্গে কসোভোর সরকারের উত্তেজনা সৃষ্টি হয়েছে। ১৯৯৯ সালে তৎকালীন যুগোসøাভিয়ার (বর্তমান সার্বিয়া এবং মন্টিনিগ্রো) বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধে লিপ্ত হয় কসোভো লিবারেশন আর্মি। ওই যুদ্ধে ন্যাটোর হস্তক্ষেপের মাধ্যমে সার্বিয়া থেকে বিচ্ছিন্ন ও স্বাধীন হয়ে যায় কসোভো। ২০০৮ সালে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার স্বীকৃতি পায় তারা। যুদ্ধের পরও অসংখ্য জাতিগত সার্বিয়ান কসোভোর উত্তর দিকের অঞ্চলে বসবাস করতে থাকেন। আর এসব জাতিগত সার্বিয়ান তাদের গাড়িতে এখনো সার্বিয়ার ইস্যু করা নাম্বার প্লেট ব্যবহার করেন। এখন কসোভো বলছে, ১৯৯৯ সালের আগে সার্বিয়ার দেওয়া নাম্বার প্লেট দিয়ে কসোভোতে গাড়ি চালানো যাবে না। কিন্তু সার্বিয়ানরা এটি মানতে নারাজ। এ নিয়ে চলছে দ্ব›দ্ব। কসোভো জানিয়েছে, মঙ্গলবার (২২ নভেম্বর) থেকে যেসব গাড়িতে সার্বিয়ার ইস্যু করা নাম্বার প্লেট থাকবে সেসব গাড়ির মালিককে ১৩০ ডলার জরিমানা করা হবে। নাম্বার প্লেট নিয়ে তৈরি হওয়া দ্ব›দ্ব নিরসনে সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্ডার বুকিক এবং কসোভোর প্রধানমন্ত্রী আলবিন কুর্তির সঙ্গে বেলজিয়ামের ব্রাসেলসে জরুরি বৈঠকে বসেছিলেন ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তা জোসেফ বোরেল। কিন্তু তারা কোনো সমাধানে পৌঁছাতে পারেননি। আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।