Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাঁদের চারপাশ অতিক্রম করেছে ‘আর্টেমিস-১’

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০২২, ৬:৪৬ পিএম

মার্কিন মহাকাশ সংস্থা নাসা জানিয়েছে যে ‘আর্টেমিস-১’ বহনকারী তাদের ‘ওরিয়ন’ মহাকাশযান গতকাল (সোমবার) সফলভাবে চাঁদের চারপাশ অতিক্রম করেছে।

নাসা বলেছে যে চাঁদের মাধ্যাকর্ষণ শক্তি ব্যবহার করে দ্রুত গতি অর্জন করে ‘ওরিয়ন’ মহাকাশযানটি চাঁদের চারপাশ থেকে আরও দূরের কক্ষপথে চলে গেছে।

নাসার ওয়েবসাইট অনুসারে, আগামি ২৬ নভেম্বর ‘ওরিয়ন’ পৃথিবী থেকে প্রায় ৪ লাখ কিলোমিটার দূরত্বে পৌঁছাবে। ফলে এটি ‘অ্যাপোলো ১৪’ সৃষ্ট নভোচারীবাহী মহাকাশযানের দীর্ঘতম দূরত্বের রেকর্ডকে ভেঙ্গে দেবে।

গত ১৬ নভেম্বর নাসার নতুন প্রজন্মের চাঁদে অবতরণকারী রকেট ‘স্পেস লঞ্চ সিস্টেম’ বহন করে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপিত হয়েছে ‘ওরিয়ন’ মহাকাশযান। সূত্র: নিউ এ্যাটলাস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ