Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দক্ষিণ এশিয়ার সঙ্গে সম্পর্কোন্নয়নে আগ্রহী চীন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০২২, ৬:৪৩ পিএম

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান আজ (মঙ্গলবার) বেইজিংয়ে অনুষ্ঠিত নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে উচ্চ গুণগত মানের ‘এক অঞ্চল, এক পথ’ প্রতিষ্ঠাকে এগিয়ে নিতে ইচ্ছুক চীন। তা বৈশ্বিক উন্নয়ন প্রস্তাব ও বৈশ্বিক নিরাপত্তা প্রস্তাবকে এগিয়ে নিতে এবং উন্নয়নের অগ্রগতি বাস্তবায়নে খুব বেশি প্রয়োজন।

গত ১৯ থেকে ২২ নভেম্বর পর্যন্ত ষষ্ঠ চীন-দক্ষিণ এশিয়া মেলা অনলাইন ও অফলাইনে ইয়ুন নান প্রদেশের রাজধানী খুনমিংয়ে অনুষ্ঠিত হয়। চীনা মুখপাত্র বলেন, দক্ষিণ এশিয়া মেলা হচ্ছে এতদঞ্চলের দেশগুলোর সঙ্গে চীনের বহুপাক্ষিক কূটনীতি, আর্থ-বাণিজ্যিক সহযোগিতা এবং মানবিক যোগাযোগ চালানোর একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।

এবারের মেলার মূল প্রতিপাদ্য হচ্ছে ‘সম্মিলিতভাবে নতুন সুযোগ ভাগাভাগি করে নতুন উন্নয়ন অনুসন্ধান করা’। মোট ৮০টি দেশ, অঞ্চল এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, ৩০টিরও বেশি দেশের সরকারী সংস্থা, ৬৪টি দেশি-বিদেশি শক্তিশালী শিল্পপ্রতিষ্ঠান এতে অংশ নেয়। মেলায় মোট ৪০০ বিলিয়ন ইউয়ান মূল্যের চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এই সম্পর্কে চীনা মুখপাত্র বলেন, চীন ও দক্ষিণ এশিয়ার দেশগুলো পরস্পরের সুপ্রতিবেশী এবং উন্নয়ন সহযোগী। গত বছরের চীন ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যকার বাণিজ্য পরিমাণ ছিল ১৮৭.৫ বিলিয়ন মার্কিন ডলার, যা ২০১৯ সালের কোভিড-১৯ মহামারীর আগের চেয়ে ৫০ বিলিয়ন ডলার বেশি এবং দশ বছর আগের চেয়ে দ্বিগুণ। এর মধ্যে চীন ও ভারতের বাণিজ্যের পরিমাণ এ বছরের প্রথম নয় মাসে ছিল ১০৩.৬ বিলিয়ন মার্কিন ডলার, যা ২০২১ সালের তুলনায় ১৪.৬ শতাংশ বেশি।

তিনি বলেন, চীন ও পাকিস্তানের অর্থনৈতিক করিডোর, চীন ও শ্রীলংকার কলম্বো এবং হাম্বানটোটা বন্দরসহ আন্তঃসংযোগ ও আন্তঃযোগাযোগ প্রকল্পের সহযোগিতা স্থিতিশীলভাবে এগিয়ে চলছে। দু’পক্ষের মানবিক বিনিময়ও বৃদ্ধি পেয়েছে। সূত্র: সিআরআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ