মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চাঁদে অবতরণের জন্য তৈরি দেশের গবেষণা নভোযান ‘ওমোতেনাশি’ এর অভিযান পরিত্যাগ করা হয়েছে বলে জানিয়েছে জাপান।
যুক্তরাষ্ট্রের নতুন প্রজন্মের চাঁদে অবতরণকারী রকেট ‘স্পেস লঞ্চ সিস্টেম’ পৃথিবীর সাথে যোগাযোগ স্থাপনে ব্যর্থ হওয়ার কারণে তা করা হয়েছে। গত ১৬ নভেম্বর এ ঘটনা ঘটেছে। জাপানের মহাকাশ উন্নয়ন সংস্থা আজ (মঙ্গলবার) এ তথ্য জানায়।
জাপানের সংস্থা আরও জানিয়েছে যে এবার চাঁদের পৃষ্ঠে অবতরণের লক্ষ্য অর্জিত না হলেও আগামিতে তারা তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবে। বিকিরণ পরিমাপের মতো প্রযুক্তিগত যাচাইয়ের কাজগুলো সম্পাদনের জন্য ‘ওমোতেনাশি’ তার অনুসন্ধান প্রচেষ্টা চালিয়ে যাবে।
‘ওমোতেনাশি’ হল জাপানের প্রথম অতিক্ষুদ্র নভোযান। একে চাঁদের পৃষ্ঠে অবতরণ করানোর পরিকল্পনা ছিল। তবে, গত ১৬ তারিখে এটি রকেট থেকে আলাদা হওয়ার পর যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ফলে পৃথিবীর সাথে তার যোগাযোগ ব্যাহত হয় এবং কক্ষপথ সংশোধন করার পদক্ষেপগুলো সম্পূর্ণ করা যায়নি। সূত্র: নিক্কেই এশিয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।