Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রাজিল-আর্জেন্টিনাই বিশ্বকাপের ফাইনাল খেলবে- বিশ্বাস বার্সার কোচ জাভির

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০২২, ১২:১৫ পিএম

কাতার বিশ্বকাপের তৃতীয় তিন আজ মঙ্গলবার মাঠে আর আমিরাতের বিপক্ষে বিকেলে মাঠে নামবে সেমির আর্জেন্টিনার। তবে সব ছাপিয়ে কাতার বিশ্বকাপের ফাইনাল খেলতে ব্রাজিল ও আর্জেন্টিনা। এমনটাই বিশ্বাস বার্সেলোনার কোচ জাভি হার্নান্দেজের।

 

জাভি বিশ্বকাপ ফাইনাল খেলতে দুটি দেশ বেছে নিয়েছে। সোমবার পাসেইগ ডি গ্রাসিয়ার স্যান্টান্ডার ওয়ার্ক ক্যাফেতে এক অনুষ্ঠানে জাভি বলেন, “মেসিকে খুব শক্তিশালী দেখাচ্ছে। আমরা আবার সেরা মেসিকে দেখছি, এবং সে একটা পার্থক্য তৈরি করতে চলেছে।’

 

এছাড়া তিনি বলেন, “আমি আর্জেন্টিনা ও ব্রাজিলকেও বিশ্বকাপের ফাইনালে দেখছি। আর আমার কাছে মেসিই সেরা, সে বিশ্বকাপ জিতুক বা না করুক।’

তিনি আরও বলেন, “আমি ব্রাজিল ও আর্জেন্টিনাকে ইউরোপীয়দের থেকে একধাপ এগিয়ে দেখছি। নেইমার ও মেসিকে খুব ভালো লাগছে।’

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ