মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ভারতের কেন্দ্রীয় সরকারের নির্দেশনা অনুযায়ী ১৫ ডিসেম্বর মধ্যরাত পর্যন্তই ছিল পুরনো ৫০০ টাকার নোট ব্যবহার করার শেষ দিন। এরপর থেকে দেশের কোথাও পুরনো ৫০০ টাকার নোট ব্যবহার করা যাবে না। কিন্তু, সেই সময়সীমা বাড়ানোর জন্য কেন্দ্রীয় সরকারকে পরামর্শ দিয়েছে ভারতের সর্বোচ্চ আদালত। জরুরি প্রয়োজনে মানুষকে পুরনো ৫০০ টাকার নোট ব্যবহার করার সুযোগ দেওয়া উচিত বলে মত সুপ্রিম কোর্টের। চলতি বছরের ৮ নভেম্বর রাতে হঠাৎ করেই পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপর থেকে নোট বদলের জন্য ব্যাংকে দীর্ঘ লাইন দেখা যায়। আবার কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকেও অর্থ উত্তোলনের পরিমাণের উপর সীমা আরোপ করা হয়। অভিযোগ রয়েছে, ওই সীমিত পরিমাণ অর্থও তোলা যাচ্ছে না ব্যাংক ও এটিএম থেকে। সীমা বেঁধে দেয়ার পরও কেন পর্যাপ্ত পরিমাণ টাকা পাচ্ছে না সাধারাণ মানুষ? এ নিয়ে ভারতের কেন্দ্র সরকারকে প্রশ্নবিদ্ধ করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি টি এস ঠাকুর, বিচারপতি এ এম খানউইলকর এবং ডি ওয়াই চন্দ্রচূড়ের একটি বেঞ্চ। সম্প্রতি বিভিন্ন স্থান থেকে জালনোটের পাশাপাশি প্রচুর পরিমাণে কালো টাকা উদ্ধার করা হচ্ছে। জালনোট ও কালোটাকা উদ্ধারের পরিমাণকে নজরে রেখে বিচারপতিরা বলেন, দেশের কিছু মানুষের কাছে প্রচুর পরিমাণে অর্থ রয়েছে। আবার অন্যদিকে, নতুন নোটের জন্য নাজেহাল হতে হচ্ছে সাধারণ মানুষকে। পর্যাপ্ত পরিমাণ টাকার যোগান দিতে না পারার জন্য কেন্দ্র সরকারকে দায়ী করেছে সুপ্রিম কোর্ট। আর এজন্য প্রয়োজনে পুরনো ৫০০ টাকার নোট ব্যবহারের সময়সীমা বর্ধিত করার পরামর্শ দিয়েছেন সুপ্রিম কোর্ট। টাইমস অব ইন্ডিয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।