Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হিটলারের বাড়ি হবে প্রতিবন্ধীদের বাসস্থান

| প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : অস্ট্রিয়ায় এডলফ হিটলারের জন্মবাড়িটি প্রতিবন্ধীদের বাসস্থানে রূপান্তরের ঘোষণা দেওয়া হয়েছে। বিবিসি বলছে, অস্ট্রিয়ার পার্লামেন্টে এই বাড়িটি সরকারকে জব্দ করার ক্ষমতা দিয়ে একটি আইন পাস করার পরদিন এই ঘোষণা এল। নব্য-নাৎসিদের তীর্থস্থানে পরিণত হওয়া ঠেকাতে এই বাড়িটি গুঁড়িয়ে দেওয়ার দাবিও দীর্ঘদিন ধরে রয়েছে। এই দাবির পক্ষে ছিলেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ওয়েফগ্যাং সবোতকা। কিন্তু বৃহস্পতিবার ব্রাউনাউয়ের মেয়র ইয়োহানেস ওয়েইবাচা এবং প্রাদেশিক গভর্নর ইয়োজেফ পিউরিঙ্গার সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সবোতকা বৈঠক করে বাড়িটি সংরক্ষণের সিদ্ধান্ত নেন। এক বিবৃতিতে এই তিন কর্মকর্তা জানান, জীবনের একটি সত্য বার্তা স্বপক্ষে এবং হিটলারের অপরাধের বিরুদ্ধে একটি সুস্পষ্ট প্রতীক হিসেবে এটি সংরক্ষণের পক্ষে তারা দাঁড়িয়েছেন। নাৎসি একনায়ক ১৮৮৯ সালে যে ভবনে জন্ম নিয়েছিলেন সেটি ধ্বংস করলে দুর্বহ ইতিহাসের একটি টুকরোকে ছিন্ন করার অভিযোগ জোরালো হবে- যোগ করেন, গভর্নর পিউরিঙ্গার। বাড়িটির বর্তমান মালিক গার্লিন্ডে পোমার বরাবরই এটি বিক্রি বা সংস্কার করতে অস্বীকৃতি জানিয়েছিলেন। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ