যুক্তরাষ্ট্র বিএনপি নেতা গিয়াস আহমেদ, জিল্লুর রহমান জিল্লু ও মিজানুর রহমান মিল্টন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য পদে যুক্ত হলেন
যুক্তরাষ্ট্র বিএনপির তিন নেতাকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগ প্রাপ্তরা হলেন
আরব আমিরাতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসবের আয়োজন করে বাংলাদেশ লেডিস ক্লাব আরব আমিরাত। গত শনিবার দুবাইয়ের মুশরিফ পার্কে ব্যতিক্রমী এ পিঠা উৎসবের আয়োজন করা হয়।
পিঠা উৎসবে আমিরাতের বিভিন্ন জায়গা থেকে সপরিবারে নারীদের ব্যাপক উপস্থিতি আর দীর্ঘদিন পর একে অপরের সাথে সাক্ষাতের সুযোগ হওয়ায় আলাপ-আলোচনায় মেতে ওঠেন তারা। যেন পরিণত হয় নারীদের অপূর্ব এক মিলনমেলায়। প্রায় ৩০ প্রকারের মুখরোচক পিঠার চমৎকার আয়োজন ও আপ্যায়ন নজরকাড়ে পার্কে আসা ভিনদেশী দর্শণার্থীদেরও।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ লেডিস ক্লাব আরব আমিরাত-এর এডমিন লিজা হোসেন, মডারেটর নিশাত জাহান চৌধুরী নিশু, গ্রুপ এক্সপার্ট তাকিয়া সুলতানা, লিমা আক্তার, নাজমা সুলতানা, সাথী আলী, ঈশিকা মাজহার, শারমিন রাখি, নওরিন আহমেদ, মোহসেনা ও সুলতানা তানিয়াসহ ক্লাবের অন্য সদস্য ও নেতৃবৃন্দ। শেষে পিঠা উৎসব ও খেলাধুলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আয়োজকরা বলেন, ব্যস্ত প্রবাস জীবনে একে অপরের সাথে সাক্ষাতের তেমন একটা সুযোগ হয়ে ওঠে না। তাই সবাইকে একত্রিত করার পাশাপাশি প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে দেশীয় সংস্কৃতি ঐতিহ্য তুলে ধরতেই মূলত : এ আয়োজন।
প্রবাস জীবন বিভাগে সংবাদ পাঠানোর ঠিকানা
[email protected]
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।