Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

এপ্রিলের আগে ফেরা হচ্ছে না আফ্রিদির!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০২২, ১২:০১ এএম

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক প্রধান চিকিৎসক সোহাইল সেলিম দূর থেকে যা অনুমান করেছিলেন, সেটিই শেষ পর্যন্ত বাস্তব হতে যাচ্ছে। আগামী এপ্রিলের আগে মাঠে ফেরার সম্ভাবনা ক্ষীণ শাহিন আফ্রিদির। যার অর্থ, পাকিস্তানের ইংল্যান্ড ও নিউজিল্যান্ড সফর তো বটেই, আগামী বছরের পিএসএলও মিস করতে পারেন ২২ বছর বয়সী এই বাঁহাতি পেসার।
এ বছরের জুলাইয়ে শ্রীলঙ্কা সফর থেকে হাঁটুর চোটে ভুগছেন আফ্রিদি। এরপর পাকিস্তান দলের নেদারল্যান্ডস সফর, এশিয়া কাপ, ইংল্যান্ড সিরিজ ও নিউজিল্যান্ডের ত্রিদেশীয় সিরিজ মিস করেন তিনি। লন্ডনে এক মাসের বেশি সময় পুনর্বাসনে কাটানোর পর অক্টোবরে অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ দলে যোগ দেন। তবে ফাইনালে আবারও চোটে পড়েন তিনি। ইংল্যান্ডের হ্যারি ব্রুকসের ক্যাচ ধরতে গিয়ে পায়ে ব্যথা পেয়ে মাঠ ছেড়ে যেতে হয় তাঁকে।
পিসিবি অবশ্য প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় বড় কোনো আঘাত লাগেনি বলে নিশ্চিত করেছিল। তবে শাহিনের চোটের পরিক্রমা ও বিশ্বকাপ ফাইনালে ব্যথা পাওয়ার পরিপ্রেক্ষিতে পিসিবির সাবেক চিকিৎসক সোহাইল বলেন, অন্তত তিন থেকে চার মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে আফ্রিদিকে। যদি অস্ত্রোপচার প্রয়োজন হয়, সে ক্ষেত্রে খেলা থেকে বিরতিকাল গড়াবে ছয় মাসে।
এর মধ্যে গতপরশু ইসলামাবাদের হাসপাতালে ছুটে যান আফ্রিদি। সেখানে তার অ্যাপেন্ডিক্সের অস্ত্রোপচার করা হয়। হাসপাতালের বিছানায় শুয়ে থাকা একটি ছবিও সামাজিক মাধ্যমে দিয়ে দোয়া চেয়েছেন আফ্রিদি। পিসিবির একটি সূত্র ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে জানায়, আফ্রিদিকে ৬ সপ্তাহ বিশ্রামে থাকতে বলা হয়েছে। অস্ত্রোপচার-পরবর্তী বিশ্রামের পর হাঁটুর চোটের জন্য দুই সপ্তাহের পুনর্বাসনে থাকতে হবে তাঁকে। তাতে আফ্রিদি পাকিস্তানের সামনের দুটি সিরিজে খেলতে পারবেন না বলে নিশ্চিত করেছে পিসিবির সূত্রটি, ‘নিশ্চিতভাবেই ইংল্যান্ডের বিপক্ষে ৩ টেস্ট ও নিউজিল্যান্ডের বিপক্ষে ২ টেস্টের সিরিজে তার খেলা হচ্ছে না।’
ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ৫টি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। আন্তর্জাতিক দুটি সিরিজের পাশাপাশি পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট পিএসএলও মিস করতে পারেন আফ্রিদি। আগামী এপ্রিলের আগে পিসিবি শাহিনকে আন্তর্জাতিক ক্রিকেটে খেলানোর ঝুঁকি নেবে না জানিয়ে পিসিবির কর্মকর্তা বলেন, ‘পিএসএলও খেলতে পারবেন কি না, সেটি সুস্থতার ধরনের ওপর নির্ভর করছে। যদিও খেলানোর সিদ্ধান্ত ফ্র্যাঞ্চাইজিই নেবে।’
এই অবস্থায় তাকে বাইরে রেখেই গতকাল ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য ৮ সদস্যের দল ঘোষণা করেছে পিসিবি। ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্সের সৌজন্যে প্রথমবারের মতো পাকিস্তানের জাতীয় দলে ডাক পেলেন লেগ স্পিনার আবরার আহমেদ ও ডানহাতি পেসার মোহাম্মদ আলী। এছাড়া বাবর আজমের নেতৃত্বাধীন দলে ফিরেছেন মোহাম্মদ ওয়াসিম ও জাহিদ মেহমুদ। শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ সিরিজের দলে পরিবর্তন আনা হয়েছে ৪টি। চোটের কারণে নেই শাহিন শাহ আফ্রিদি। বাদ পড়েছেন হাসান আলী, ফাওয়াদ আলম ও ইয়াসির শাহ।
পাকিস্তান টেস্ট স্কোয়াড : বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, ইমাম-উল-হক, আব্দুল্লাহ শফিক, আজহার আলী, আবরার আহমেদ, মোহাম্মদ আলী, শান মাসুদ, ফাহিম আশরাফ, হারিস রউফ, মোহাম্মদ নাওয়াজ, নুমান আলী, সৌদ শাকিল, জাহিদ মাহমুদ, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, সালমান আলী আগা ও সরফরাজ আহমেদ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ