মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
প্রিয় বন্ধুর বিয়েতে চমক দেওয়ার চেষ্টার অন্ত থাকে না ঘনিষ্ট বন্ধুদের। ভারতীয় ঘরানার বিয়েতে সাধারণত নাচগানের আয়োজন করা হয়। থাকে চমকের বন্দোবস্তও। কখনও থাকে নির্ভেজাল, নির্দোষ দুষ্টুমিও। প্র্যাকটিক্যাল জোকও থাকে সেই তালিকায়। তবে বন্ধুকে সেরা চমক দিয়েছেন শিকাগোর দুই যুবক। ভারতীয় বন্ধুর বিয়েতে ওই দুই শ্বেতাঙ্গ আমেরিকান হাজির শাড়ি পরে! সঙ্গে নাগরা জুতা। ভিডিও ভাইরাল হতে সময় লাগেনি।
শাড়ির সাজে সেজে শিকাগোর রাজপথ ধরে হেঁটে যাচ্ছেন বন্ধুর বিয়েতে। পোশাক নিয়ে লিঙ্গভিত্তিক বাধা তারা উড়িয়েছেন ফুৎকারে। বিয়ের পাত্রের ‘বেস্ট ম্যান’-এর নিখুঁত ভারতীয় সাজ এখন দারুণ জনপ্রিয় নেটিজেনদের মধ্যে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে শাড়ির সঙ্গে দিব্যি বিন্দিও পরেছেন তারা। জীবনে প্রথম বার শাড়ি পরে কিন্তু একটুও ঘাবড়ালেন না। বরং সপ্রতিভ ভাবে হেঁটে গেলেন। বন্ধুদের ওই সাজে দেখে বিয়ের পাত্র তো হতবাক! তার বিস্ময়াপন্ন মুখের ভাব এখন সুপার ভাইরাল।
ভিডিও ক্লিপটি আপলোড করেছে শিকাগো ওয়েডিং ভিডিওগ্রাফার প্যারাগন ফিল্মস। ভিডিওর ক্যাপশনে লেখা ‘কেবলমাত্র বিয়ের দিনে সকালের একটা ভিডিও যেখানে বরের দুই বন্ধু বা বিয়ের বেস্ট ম্যান শাড়ি পরে হেঁটে যাচ্ছে মিশিগান অ্যাভিনিউ ধরে’। ভিডিওতে দেখা গেছে এক মহিলা শাড়ি পরিয়ে দিচ্ছেন ওই দুই যুবককে। তারপর শাড়ি ম্যানেজ করতে বিন্দুমাত্র অসুবিধে হয়নি তাঁদের। দেখা গেছে বিয়ের কনেকেও। তিনি তো কাণ্ডকারখানা দেখে হেসেই কুটোপাটি। ভিডিওর শেষে তো পাত্র জড়িয়ে ধরলেন শাড়ি পরিহিত দুই বন্ধুকে।
শেয়ার করার পর তিরিশ হাজারের বেশি লাইক পেয়েছে ভিডিওটি। ভিউজ ছাপিয়েছে তিন লাখেরও বেশি। দুই বন্ধুর সৃজনশীলতাকে বাহবা জানিয়েছেন নেটিজেনরা। সবথেকে প্রশংসিত হয়েছে তাঁদের শাড়ি ম্যানেজ করার সপ্রতিভতা। সূত্র : নিউজ১৮।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।