মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ব্রুনাইয়ে ১৪ বছর বয়সী কিশোরীকে অপহরণের দায়ে এক বাংলাদেশি দম্পতির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। গত সপ্তাহে নিখোঁজ ওই কিশোরীর সন্ধানের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা ছড়িয়ে পড়ার পর তাদের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে।
দেশটির একটি আদালতে ৩৩ ও ৩৬ বছর বয়সী ওই বাংলাদেশি দম্পতির বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয়েছে, গত ১২ নভেম্বর স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে সেংকুরংয়ের আল-বারাকাহ কমপ্লেক্স থেকে মেয়েটিকে অপহরণ করেন তারা। আদালতের প্রসিকিউটর আতিয়াহ আবাস মামলাটি এখনও প্রাথমিক পর্যায়ে থাকায় পুলিশকে তদন্ত শেষ করার জন্য আদালতের অনুমতির আবেদন করেছিলেন।
পরে আদালতের জ্যেষ্ঠ বিচারক আজরিমাহ আব্দুল রহমান অভিযুক্ত ওই দম্পতিকে পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন এবং মামলার শুনানি আগামী ২২ নভেম্বর পর্যন্ত মুলতবি করেন। অভিযোগ প্রমাণিত হলে বাংলাদেশি এই দম্পতি জরিমানাসহ সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ডে দণ্ডিত হতে পারেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।