Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিদায়ের দৃশ্যকল্প অপ্রত্যাশিত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

চলতি মাসের শুরুতে বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে মাহাথির মোহাম্মদ বলেছিলেন, পরবর্তী নির্বাচনে পরাজিত হলে তিনি রাজনীতির মঞ্চ ছেড়ে দেবেন। অর্ধশতক ধরে মালয়েশিয়ার রাজনীতির প্রধান চরিত্রের বিদায়ের দৃশ্যকল্প অপ্রত্যাশিত। ১৯৬৯ সালের পর এবারই প্রথম কোনো নির্বাচনে পরাজিত হলেন তিনি। ফলে ৫৩ বছর পর এ পরাজয়কে তার সাত দশকের রাজনৈতিক জীবনের ইতি হিসেবে দেখা হচ্ছে। নিজ আসনে পাঁচজন প্রার্থীর মধ্যে চতুর্থ স্থান অর্জন করার মাধ্যমে নাটকীয় বিদায়ের মঞ্চ সাজাচ্ছেন আধুনিক মালয়েশিয়ার এ ¯পতি। মালয়েশিয়ার ১৫তম সাধারণ নির্বাচনের ফল প্রকাশ করেছে দেশটির নির্বাচন কমিশন। এ ফলে কোনো জোটই সরকার গঠনে প্রয়োজনীয় আসন নিশ্চিত করতে পারেনি। ফলে এ নির্বাচনের ফল শেষ পর্যন্ত ঝুলন্ত পার্লামেন্টে গিয়ে ঠেকেছে। আনোয়ার ইব্রাহিমের পাকাতান হারাপান (পিএইচ) জোট ৮২টি আসন, সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনের পেরিকাতান ন্যাসিনাল (পিএন) ৭৩টি ও প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুবের নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট বারিসান ন্যাসিওনাল (বিএন) মাত্র ৩০টি আসনে জয় পেয়েছে। সরকার গঠনের জন্য সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে ২২২টি আসনের মধ্যে ১১২টিতে জয় নিশ্চিত করতে হবে। সে সংখ্যাগরিষ্ঠতা কোনো জোটই অর্জন করতে পারেনি। প্রধানমন্ত্রী বাছাইয়ের জন্য আজ বেলা ২টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন মালয়েশিয়ার রাজা সুলতান আবদুল্লাহ আহমদ শাহ। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ