Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

চলতি দশকেই চাঁদে দীর্ঘ সময় বসবাস

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

চলতি দশকের মধ্যেই চাঁদে গিয়ে দীর্ঘ সময়ের জন্য বসবাস করতে পারবে মানুষ। অন্তত তা-ই বলছেন নাসা কর্মকর্তা হাওয়ার্ড হু। নতুন চন্দ্র অভিযান কর্মসূচি ওরিয়নের নেতৃত্ব দেওয়া এই নাসা কর্মকর্তা জানান, বৈজ্ঞানিক অভিযানের জন্য চাঁদে দীর্ঘ মেয়াদে অবস্থান করতে লোকজনের প্রয়োজন হবে। হাওয়ার্ড হু রবিবার বলেন, বুধবার আর্টেমিস রকেটের উৎক্ষেপণ ‘মানুষের মহাকাশযাত্রার জন্য এক ঐতিহাসিক দিন।’ ওই রকেটে করেই পাঠানো হয়েছে ওরিয়নটিকে। চাঁদের খুব কাছে গিয়ে ১১ ডিসেম্বর পৃথিবীতে ফিরে আসার কথা এটির। চলতি আর্টেমিস অভিযানটি সফল হলে পরবর্তী অভিযান নভোচারীসহ হওয়ার কথা। হাওয়ার্ড হু বলেন, ‘এটি দূর মহাকাশ অভিযানের প্রথম ধাপ। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ