Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংখ্যা তত্ত্বের বিবেচনায় জি-২০ সম্মেলন অর্থনৈতিকভাবে গুরুত্ব পাচ্ছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ নভেম্বর, ২০২২, ৮:৪৫ পিএম

সংখ্যা তত্ত্বের বিবেচনায় জি-২০ সম্মেলন অর্থনৈতিক ভাবে বেশ গুরুত্ব পাচ্ছে। যেহেতু ভারত তার সভাপতিত্ব গ্রহণ করেছে। ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ শীর্ষ সম্মেলনের সমাপনী অধিবেশনে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আনুষ্ঠানিকভাবে গ্রুপটির সভাপতিত্ব গ্রহণ করেন।–হিন্দুস্তান টাইমস

বিশ্বব্যাপি অর্থনৈতিক মন্দা, ক্রমবর্ধমান খাদ্য ও জ্বালানির দাম বৃদ্ধি এবং মহামারীর দীর্ঘমেয়াদী খারাপ প্রভাব যখন চলছে এবং যখন বিশ্ব একই সাথে ভূ-রাজনৈতিক উত্তেজনার মধ্যে ঝাঁপিয়ে পড়েছে, ঠিক তখনই মোদি এটিকে "বিশ্বব্যাপী পরিবর্তনের অনুঘটক" করার প্রতিশ্রুতি দেন।

জি-২০-এর আনুষ্ঠানিক সভাপতিত্ব ডিসেম্বর থেকে শুরু হবে ভারতের এবং ভারত ২০২৩ সালের সেপ্টেম্বরে গ্রুপের পরবর্তী বার্ষিক বৈঠকের আয়োজন করবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ