Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধির সম্ভাবনা বিশাল: বিজনেস টাইমস

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ নভেম্বর, ২০২২, ৭:৪০ পিএম

সম্প্রতি সিঙ্গাপুরের বিজনেস টাইমস পত্রিকা ‘২০২৩ সালে এশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধির সম্ভাবনা ব্যাপক’ শিরোনামে একটি প্রবন্ধ তার ওয়েবসাইটে প্রকাশ করেছে।

প্রবন্ধে বলা হয়, ২০২২ সালে এশিয়া সুষ্ঠুভাবে অর্থনৈতিক ধাক্কা সামাল দিয়েছে। মুদ্রাস্ফীতি বৃদ্ধির হার অন্যান্য অঞ্চলের চেয়ে এ মহাদেশে কম ছিল। অর্থনৈতিক প্রবৃদ্ধির নিম্নমুখী হার তুলনামূলকভাবে হালকা ছিল।

২০২৩ সালের দিকে তাকালে বুঝা যায় যে এশিয়া আরও অনুকূল অবস্থায় থাকবে। মহাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার অন্যান্য অঞ্চলকে ছাড়িয়ে যাবে বলে অনুমান করা হচ্ছে।

প্রবন্ধে আরও বলা হয়, ২০২৩ সালের প্রথম প্রান্তিকে এশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ৩.৬ শতাংশ থেকে বেড়ে বছরের শেষার্ধে ৫ শতাংশে দাঁড়াবে। এশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধির হার পুনরায় ২০১৭ ও ২০১৮ সালের মানে ফিরে যাবে। সূত্র: সিআরআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ