মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
রাশিয়া নিয়ন্ত্রিত ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে শক্তিশালী এক বিস্ফোরণ ঘটেছে। রোববার আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসি বলেছেন, শনিবার সন্ধ্যা এবং আজ সকালের দিকে জাপোরিঝিয়ায় এই বিস্ফোরণ ঘটেছে। -রয়টার্স
ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নতুন করে গোলাবর্ষণ শুরু হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। এক বিবৃতিতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার এই প্রধান বলেছেন, বিস্ফোরণের এই খবর... অত্যন্ত উদ্বেগজনক। ইউক্রেনের প্রধান পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণ ঘটেছে, যা পুরোপুরি অগ্রহণযোগ্য। আইএইএ বলেছে, শনিবার সন্ধ্যা এবং রোববার সকালে এক ডজনেরও বেশি বিস্ফোরণে কেঁপে উঠেছে ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। তবে এই স্থাপনায় গোলাবর্ষণের জন্য পরস্পরকে দায়ী করেছে কিয়েভ এবং মস্কো। রাফায়েল গ্রোসি বলেছেন, ‘এই বিস্ফোরণের পেছনে যারাই থাকুক, অবিলম্বে বন্ধ করতে হবে। আমি আগেও অনেকবার বলেছি, আপনারা আগুন নিয়ে খেলছেন!’
বিস্ফোরণের পর আইএইএর এক প্রতিনিধিদল জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছে। তাদের বরাত দিয়ে আইএইএর প্রধান বলেছেন, বিদ্যুৎকেন্দ্রের কিছু ভবন, বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা এবং সরঞ্জামের ক্ষতি হয়েছে। তবে এই ক্ষতি পারমাণবিক নিরাপত্তা এবং সুরক্ষার জন্য এখন পর্যন্ত তেমন গুরুত্বপূর্ণ নয়। এর আগে, গত ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পরপরই জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দখল নেয় রাশিয়ার সামরিক বাহিনী। এরপর আরও কয়েক বার এই বিদ্যুৎকেন্দ্র আক্রান্ত হয়েছে। তবে বিদ্যুৎকেন্দ্রে হামলার জন্য একে অপরকে দায়ী করে বিবৃতি দিয়েছে রাশিয়া এবং ইউক্রেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।