Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জি-২০ নেতাদের কাছে ডিজিটাল ট্রান্সফরমেশন প্রতিশ্রুতি চাইলেন মোদি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০২২, ১১:১৩ পিএম

জি-২০ নেতাদের কাছে ডিজিটাল ট্রান্সফরমেশন অ্যাকসেস প্রতিশ্রুতি চেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ডিজিটাল ট্রান্সফরমেশন নিয়ে জি-২০ সভায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ডিজিটাল রূপান্তর ব্যবহারে আহ্বান জানিয়েছেন। –টাইমস অব ইন্ডিয়া

মোদি ডিজিটাল রুপান্তরে প্রবেশের আহ্বান জানিয়ে বলেন, সবকিছুকে ডিজিটালে অন্তর্ভুক্তিমূলক কাজটি টি জি-২০ নেতাদের দায়িত্ব। তিনি বলেন, ডিজিটাল ট্রান্সফরমেশনের সুবিধা শুধু মানব জাতির একটি ক্ষুদ্র অংশের মধ্যে সীমাবদ্ধ নয়।

মোদি জি-২০ নেতাদের কাছে আগামী ১০ বছরের মধ্যে প্রতিটি মানুষের জীবনে ডিজিটাল রূপান্তর নিয়ে আসতে কাজ করার প্রতিশ্রুতিও চেয়েছিলেন।তিনি বলেন, "উন্নয়নের জন্য ডেটা" নীতি হবে ভারতের আসন্ন জি-২০ প্রেসিডেন্সির সামগ্রিক থিমের একটি অবিচ্ছেদ্য অংশ।

ভারতের নিজস্ব ডিজিটাল রূপান্তর প্রসঙ্গে তিনি বলেন, দেশ ডিজিটাল পাবলিক পণ্য উন্নত করতে মৌলিক স্থাপত্যে অন্তর্নির্মিত গণতান্ত্রিক নীতি রয়েছে। আমরা ক্ষুব্ধ তখন যখন দেখি, বেশিরভাগ উন্নয়নশীল দেশের নাগরিকরা যেকোনো ধরনের "ডিজিটাল পরিচয়" গ্রহণ করেন না।

মোদি বলেন, গত বছরের ইউপিআই-এর মাধ্যমে লেনদেন হওয়া তথ্য অনুযায়ী, বিশ্বের ৪০% এরও বেশি রিয়েল-টাইম পেমেন্ট লেনদেন হয়। একইভাবে, আমরা ৪৬০ মিলিয়ন নতুন ব্যাংক অ্যাকাউন্ট খুলেছি ডিজিটাল পরিচয়ের ভিত্তিতে ভারতকে বিশ্বব্যাপী আজ আর্থিক অন্তর্ভুক্তির নেতৃত্বে পরিণত করতে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ