নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
আগামী মাসে বাংলাদেশ সফরে আসছে ভারত ক্রিকেট দল। সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই হওয়ার কথা মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। এরপরই প্রথম টেস্টের জন্য দু’দলের খেলতে যাওয়ার কথা চট্টগ্রামে। তবে এই সূচিতে কিছুটা বদল আসতে পারে। তৃতীয় ওয়ানডে চট্টগ্রামে নিয়ে যাওয়ার ব্যাপারে ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
১ ডিসেম্বর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ভারতের। ৪, ৭ ও ১০ ডিসেম্বর তিনটি ওয়ানডে হওয়ার কথা মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম। ১৪ ডিসেম্বর থেকে প্রথম টেস্ট চট্টগ্রামে। ঢাকায় ফিরে ২২ ডিসেম্বর ঢাকায় হবে দ্বিতীয় টেস্ট। ৪ ও ৭ ডিসেম্বর প্রথম দুই ওয়ানডে ঢাকায় হলেও ১০ তারিখের তৃতীয় ওয়ানডে চট্টগ্রামে নিয়ে যাওয়ার ব্যাপারে চিন্তা ভাবনা এগিয়ে নিচ্ছে বিসিবি। যেহেতু প্রথম টেস্ট চট্টগ্রামে হবে তৃতীয় ওয়ানডেটা তাই চট্টগ্রামেই আয়োজন উপযুক্ত মনে করা হচ্ছে। সেক্ষেত্রে মিরপুরের মাঠের উপরও চাপ কিছুটা কমবে। একই ভেন্যুতে টানা তিনটি ওয়ানডে হলে বড় রান পাওয়া একটু কঠিনও হয়ে যেতে পারে। বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস দ্য ডেইলি স্টারকে জানান, এই ব্যাপারে চ‚ড়ান্ত সিদ্ধান্ত দ্রæতই জানিয়ে দেবেন তারা, ‘তৃতীয় ওয়ানডেটা চট্টগ্রামে নিয়ে যাওয়ার একটা ভাবনা আছে আমাদের। ঠিক হয়ে গেলে দুই-একদিনের মধ্যে জানিয়ে দেব।’
এদিকে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ সামনে রেখে বিসিএলের ওয়ানডে আসর খেলছেন জাতীয় দলের ক্রিকেটাররা। এই টুর্নামেন্টের পারফরম্যান্স দেখে ভারত সিরিজের স্কোয়াড চ‚ড়ান্ত করবেন নির্বাচকরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।