Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুফতিয়ে আজম ওসমানির জানাযায় মুসল্লিদের ঢল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম


পাকিস্তানের ‘মুফতিয়ে আজম’ ও দেশটির প্রখ্যাত ইসলামী বিদ্যাপীঠ জামিয়া দারুল উলুম করাচির মহাপরিচালক মুফতি রফি ওসমানির জানাযা সম্পন্ন হয়েছে। এতে সর্বস্তরের অসংখ্য মুসল্লির ঢল নামে। স্থানীয় সময় রোববার সকাল ৯টার দিকে ছোট ভাই মুফতি তাকি ওসমানির ইমামতিতে জানাযা সম্পন্ন হয়। জানাজার পর মুফতি রফি ওসমানিকে দারুল উলুম প্রাঙ্গণে দাফন করা হয়েছে। দারুল উলুম করাচি প্রাঙ্গণে মুফতি রফি ওসমানির বাবা পাকিস্তানের সাবেক মুফতিয়ে আজম ও দারুল উলুম দেওবন্দের প্রধান মুফতি শফি রহ: ও আরো একাধিক বুযুর্গ আলেমের সমাধি রয়েছে। তাদের পাশেই মুফতি রফি ওসমানিকে চিরসমাহিত করা হলো। জানাযায় সিন্ধু প্রদেশের গভর্নর কামরান তেসোরি, জমিয়তে ওলামায়ে ইসলামের আমির মাওলানা ফজলুর রহমান, করাচি জামায়াতে ইসলামীর আমির হাফেজ নাঈমুর রহমানসহ দেশের শীর্ষ আলেম ও একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন। জানাযা উপলক্ষে সরকারের পক্ষ থেকে দারুল উলুম করাচিতে বিশেষ নিরাপত্তা প্রদান করা হয়। এদিন প্রতিষ্ঠানটির মূল ফটকে বোমা নিষ্ক্রিয়কারী স্কোয়াডের কর্মকর্তারা সক্রিয় ছিলেন। উল্লেখ্য, স্থানীয় সময় গত পরশু শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে করাচিতে মুফতি রফি ওসমানি ইন্তেকাল করেন। এর আগে তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং নিবিড় পরিচর্যায় ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। মুফতি রফি ওসমানি ১৯৩৬ সালের ২১ জুলাই ভারতের দেওবন্দে জন্মগ্রহণ করেন। ১৯৪৭ সালে দেশভাগের পর তারা সপরিবারে পাকিস্তান চলে যান এবং সেখানেই স্থায়ী নিবাস পাতেন। তিনি শুধু পাকিস্তানেরই নন; বরং গোটা বিশ্বের অন্যতম শীর্ষ একজন গবেষক আলেম ছিলেন। তিনি একাধারে ফকিহ, মুফাসসির ও লব্ধপ্রতিষ্ঠ লেখক ছিলেন। তার রচিত বইয়ের সংখ্যা অন্তত ৩০টি। ডেইলি জং , এক্সপ্রেস নিউজ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ