মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পানিবিদ্যুৎ উৎপাদনে স্যামন মাছের প্রজনন ভ‚মি ক্লামাথ নদীতে বাঁধ দিয়েছিল যুক্তরাষ্ট্র। বিপন্ন মাছের আবাস¯ল ফেরাতে ক্যালিফোর্নিয়া-ওরেগন সীমান্তে ক্লামাথ নদীর চারটি বাঁধ অপসারণ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ইউএস ফেডারেল এনার্জি রেগুলেটরি কমিশন বাঁধগুলোর লাইসেন্স ফেরত ও অপসারণের অনুমোদন দিয়ে একটি আদেশ জারি করেছে। রয়টার্স জানিয়েছে, মার্কিন ইতিহাসে সবচেয়ে বড় বাঁধ অপসারণের এই উদ্যোগে ক্লামাথ নদীর অব¯ার উন্নতি বা পুরনো চেহারা ফিরতে পারে। প্রশান্ত মহাসাগর থেকে এই নদীপথ ধরে উজানে এসে ডিম ছাড়ে সামুদ্রিক চিনুক স্যামন ও বিপন্ন ছোট স্যামন মাছ। এরপর এসব মাছের পোনাগুলো ফিরে যায় সাগরে। স্থানীয় আদিবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল এই প্রকল্প সরানোর; শতাব্দীর পর শতাব্দী ধরে তাদের পূর্বপুরুষরা এই স্যামন মাছের ওপর নির্ভর করে জীবন কাটিয়েছে। কিন্তু ইউরোপীয় বসতি আর ২০ শতকে গ্রামীণ পর্যায়ে বিদ্যুতায়নের কারণে তাদের জীবনযাত্রা ব্যাহত হয়েছে। বাঁধ অপসারণের খবরে ইউরোক স¤প্রদায়ের চেয়ারম্যান জোসেফ জেমস এক বিবৃতিতে বলেছেন, “ক্লামাথ স্যামন ফিরে আসছে। মানুষ এই বিজয় অর্জন করেছে। আমরা এই মাছের প্রতি পবিত্র দায়িত্ব পালন করে যাচ্ছি, যা আমাদের একেবারে শুরু থেকে টিকিয়ে রেখেছে।” যুক্তরাষ্ট্রের এই বাঁধগুলো ৭০ হাজার বাড়িতে পরিপূর্ণভাবে বিদ্যুৎ সরবরাহ করে আসছে। ওয়ারেন বাফেটের বার্কশায়ার হ্যাথওয়ের ইউনিট প্যাসিফিক কর্প কোম্পানি বিদ্যুৎ উৎপাদনের এই কাজটি করে আসছে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।