Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাগাল্যান্ডে জেল ভেঙে পালাল ৯ বন্দি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

নাগাল্যান্ডে জেল ভেঙে পালাল ৯ জন বন্দি। পলাতক ব্যক্তিদের মধ্যে বিচারাধীন বন্দিও রয়েছে, এমনকী খুনের আসামীও আছে বলে জানিয়েছে নাগাল্যান্ড পুলিশ। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে রাজ্যের মন জেলায়। ওই জেল লাগোয়া এলাকায় প্রশাসন সাধারণ মানুষকে সতর্ক করেছে। কয়েদিদের পাকড়াও করতে রাতভর তল্লাশি অভিযান চালায় পুলিশ। এখন অবধি তাদের খোঁজ মেলেনি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোররাতে জেল থেকে পালায় ৯ জন বন্দি। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, বন্দিরা কোনওভাবে সেলের চাবি হাতিয়েছিল। এর ফলেই জেল থেকে পালাতে সক্ষম হয় তারা। ঠিক কীভাবে এই কাজ সম্ভব হল, সেই বিষয়ে তদন্ত শুরু হয়েছে। খুব তাড়াতাড়ি এই বিষয়ে জানা যাবে বলে মনে করছেন মন জেলার ওই জেলের দায়িত্বপ্রাপ্ত কর্তারা। এক পুলিশকর্তা জানিয়েছেন, পলাতক বন্দিদের নামে লুকআউট নোটিস জারি করা হয়েছে। তল্লাশি অভিযান চলছে। পুলিশ ছাড়াও অন্য তদন্তকারী দল বন্দিদের খোঁজ চালাচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই পুলিশ কর্তা আরও জানিয়েছেন, জেলের নিকটবর্তী এলাকায় মানুষকে এই বিষয়ে সতর্ক করা হয়েছে। সন্দেহজনক গতিবিধি দেখলেই পুলিশের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। টাইমস নাউ।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ