Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিখোঁজের দেড় মাস পর সেপটিক ট্যাংকি থেকে যুবকের লাশ উদ্ধার

প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

খুলনা ব্যুরো : নিখোঁজ হওয়ার প্রায় দেড় মাস পর মসজিদের সেপটিক ট্যাংকির ভেতর থেকে উদ্ধার করা হলো মোঃ ইব্রাহিম বিশ্বাস (২২) নামে এক যুবকের গলিত লাশ। গতকাল (বুধবার) বেলা ১১টার দিকে খুলনার ফুলতলা উপজেলার দামোদর কারিকরপাড়া গ্রামের বায়তুল রহমত জামে মসজিদের সেফটি ট্যাংকি থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বুধবার বেলা ১১টার দিকে এলাকার কিছু তরুণ দামোদর কারিকরপাড়া বায়তুল রহমত জামে মসজিদসংলগ্ন মাঠে ক্রিকেট খেলছিল। হঠাৎ করে বলটি মসজিদের সেফটি ট্যাংকির পাশে গিয়ে পড়ে। সেটি আনতে গিয়ে কতিপয় তরুণ সেফটি ট্যাংকির মুখে কিছুটা খোলা জায়গা দিয়ে দুর্গন্ধ অনুভব এবং লাশের পরনের প্যান্ট দেখতে পায়। বিষয়টি তারা এলাকাবাসী এবং পরে থানাকে অবগত করে। দুপুর আড়াইটার দিকে সুইপার নিয়ে ফুলতলা থানার এস আই উজ্জ্বল দত্ত ট্যাংকের ভিতর থেকে গলিত লাশ উদ্ধার করেন। লাশের পড়নের প্যান্ট ও স্যান্ডেল দেখে মা আবেদা বেগম (৪০) তার পুত্র ইব্রাহিমের লাশ সনাক্ত করেন। পুলিশ লাশের সুরতহাল সংগ্রহ করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিখোঁজের দেড় মাস পর সেপটিক ট্যাংকি থেকে যুবকের লাশ উদ্ধার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ