Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

ক্যানসার আক্রান্তে শীর্ষে আয়ারল্যান্ড, প্রতি মিনিটে শনাক্ত হন একজন

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০২২, ১১:৫০ এএম

ক্যানসার আক্রান্তে শীর্ষে রয়েছে ইউরোপের দেশ আয়ারল্যান্ড। এ বিষয়ে দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের সচেতনতা বাড়াতে এক অনুষ্ঠানের আয়োজন করেছে ইউনিভার্সিটি কলেজ ডাবলিন। অনুষ্ঠানে মারণব্যাধি ক্যানসারের নানা বিষয় নিয়ে কথা বলেন গবেষকরা।
আয়ারল্যান্ডে প্রতিবছর গড়ে অন্তত ৪৫ হাজার মানুষ নানা ধরনের ক্যানসারে আক্রান্ত হন। এর মধ্যে মারা যান নয় হাজারের বেশি। দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের এ বিষয়ে সচেতনতা বাড়াতে ইউনিভার্সিটি কলেজ ডাবলিন আয়োজন করেছে এক সচেতনতামূলক অনুষ্ঠান। এতে ক্যানসার আক্রান্তদের চিকিৎসাসহ নানা দিক নিয়ে আলোচনা করেন বক্তারা।
মরণব্যাধি ক্যানসার নিয়ে মানুষ রয়েছে দ্বিধাদ্বন্দ্ব, তা দূর করতে গবেষকরা কাজ করছেন প্রতিনিয়ত। কর্তৃপক্ষ জানায়, আয়ারল্যান্ডে ক্যানসারে আক্রান্ত হয়ে প্রতি ঘণ্টায় একজন ব্যক্তি মারা যান। আর প্রতি মিনিটে শনাক্ত হন একজন।
সিস্টেম বায়োলজি ওয়ালটার কলচ্ বলেন, ‘আমরা সবাই জানি, আমাদের ক্যানসার আক্রান্তের সংখ্যা বাড়ছে। বিশেষ করে আমাদের যাদের বয়স বেড়ে যাচ্ছে, তাদের ঝুঁকি বেশি রয়েছে। তবে এ নিয়ে ভয় পাবেন না। আপনার শরীরে কোনো ধরনের দাগ, লাম্পসহ অভ্যাসগত পরিবর্তন দেখলে চিকিৎসকের কাছে যাবেন। প্রথম দিকে ক্যানসার নির্ণয় করা গেলে, এটি পুরোপুরি নিরাময় সম্ভব।’
ইউনিভার্সিটি কলেজ ডাবলিনের ক্যানসার বায়োলজি প্রফেসর উইলিয়াম গালাঘের বলেন, ‘আমি একজন ক্যানসার গবেষক। আমরা অনেক ভাগ্যবান যে আয়ারল্যান্ডে ক্যানসার চিকিৎসার সর্বাধুনিক চিকিৎসা রয়েছে। বাংলাদেশসহ অন্যান্য দেশের মানুষকে ক্যানসার বিষয়ে আরও সচেতন হতে হবে।’
স্কুল অব মেডিসিনের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ড. আরমান রহমান বলেন, ‘আয়ারল্যান্ডে ক্যানসার চিকিৎসার অনেক ব্যবস্থা আছে। এই দেশের যে স্ক্রিনিং ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, কীভাবে ক্যানসার হলে সামনের দিকে এগিয়ে যেতে হয়- এসব বিষয়ে আমরা জানি এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিয়ে থাকি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ