মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত দরিদ্র দেশগুলোকে সহায়তায় আলোর মুখ দেখলো ‘লস অ্যান্ড ড্যামেজ’ তহবিল গঠনের ঐতিহাসিক চুক্তি। আজ রোববার সকালে মিসরের শার্ম আল-শেখ শহরে জাতিসংঘের শীর্ষ জলবায়ু সম্মেলন কপ-২৭-এর প্রতিনিধিরা যুগান্তকারী এ চুক্তিতে সম্মত হয়েছেন।
সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত দেশ ও ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রগুলো দীর্ঘদিন ধরে ক্ষতিপূরণ তহবিল চেয়ে আসছিল। তবে ধনী দেশগুলো শেষ পর্যন্ত এটিকে প্রতিহত করার চেষ্টা করে আসছে। মূলত এসব দেশগুলোই জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি দায়ী।
তবে সাম্প্রতিক সময়ে পাকিস্তান, নাইজেরিয়াসহ বিভিন্ন দেশে বন্যা এবং মিসরে তাপমাত্রা বাড়ার কারণে হওয়া ক্ষয়ক্ষতি এ চুক্তি বাস্তবায়নকে ত্বরান্বিত করেছে। সূত্র : বিবিসি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।