Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আর্জেন্টিনার বিশ্বকাপ পরশু, ব্রাজিল নামছে মঙ্গলবার

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

আনুষ্ঠানিকভাবে আজ থেকেই শুর হচ্ছে কাতার বিশ্বকাপের আসর। তাতে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক কাতারের মুখোমুখি হবে ইকুয়েডর। কিন্তু তাতে কি আর বাংলাদেশী ফুটবলপ্রেমীদের মন ভরে? অন্তত এই উপমহাদেশের বিশেষ করে বাংলাদেশের মানুষ বিশ্বকাপে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েন। একপক্ষ ব্রাজিল, অন্যপক্ষ আর্জেন্টিনা। এ দু’দলের খেলা শুরু না হলে বিশ্বকাপের আনন্দ কি আর পাওয়া যায়। না, বরং অপেক্ষা আরও দীর্ঘতর হয়।

তবে এই অপেক্ষার প্রহর খুব বেশি গুণতে হবে না ভক্তদের। আরো দুইদিন অপেক্ষা করতে হবে আর্জেন্টিনা সমর্থকদের। আগামী মঙ্গলবার বিকেল ৪টায় মেসিদের প্রতিপক্ষ সউদী আরব। ব্রাজিল ভক্তদের জন্য অবশ্য অপেক্ষাটা আরও একটু বেশি। আগামী বৃহস্পতিবার রাত একটায় মাঠে নামবে পাঁচবারের চ্যাম্পিয়নরা। সেখানে তাদের প্রতিপক্ষ সার্বিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ