Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তানের প্রখ্যাত আলেমে দ্বীন মুফতি রফি ওসমানীর ইন্তেকাল

বিভিন্ন ইসলামী দলের গভীর শোক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০২২, ১০:০৯ পিএম

পাকিস্তানের প্রখ্যাত আলেমে দ্বীন দারুল উলূম করাচীর পরিচালক ও গ্র্যান্ড মুফতি দারুল উলূম করাচির মহাপরিচালক, হাকিমুল উম্মাত হযরত মাওলানা আশরাফ আলী থানবী (রহ.)এর অন্যতম খলিফা দারুল দেওবন্দের সাবেক প্রধান মুফতি মোহাম্মদ শফী (রহ.)এর বড় সাহেবজাদা, আল্লামা তকী ওসমানীর বড় ভাই আল্লামা মুফতি রফি ওসমানী শুক্রবার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের ইন্তেকালে বাংলাদেশের ইসলামী অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মরহুমের ইন্তেকালে বিভিন্ন ইসলামী দলের নেতৃবৃন্দ বলেন, মুফতি রফি ওসমানীর ইন্তেকালে বিশ্ব একজন বরেণ্য ইসলামী আইন বিশারদ ও মুহাক্কেক আলেমে দ্বীনকে হারিয়েছেন। তারা আরো বলেন, ফেকহে ইসলামী ও ইসলামী চিন্তার জগতে তার অবদান চিরদিন স্মরণীয় হয়ে থাকবে। নেতৃবৃন্দ ইলমে দ্বীনসহ তার ইসলামের যাবতীয় খেদমাত আল্লাহ পাক কবুল করে তাকে জান্নাতের উঁচু মাকাম দান করার দোয়া করেন।

যেসব নেতৃবৃন্দ মরহুমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন তারা হচ্ছেন, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি সুপ্রীম কোর্টের আইনজীবি মাওলানা আব্দুর রকিব, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, নেজামে ইসলাম পার্টির সভাপতি মুফতি মুজিবুর রহমান, নির্বাহী সভাপতি ও জাতীয় সংহতি মঞ্চের প্রধান সমন্বয়কারী মাওলানা একে এম আশরাফুল হক, খেলাফত মজলিসের আমীর প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড: আহমদ আবদুল কাদের, উম্মাহ কল্যাণ সংস্থা বাংলাদেশের সভাপতি সাবেক ছাত্রনেতা মাওলানা মুহাম্মদ ইসমাঈল বুখারী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ