মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারত থেকে সামুদ্রিক খাদ্য আমদানি করে থাকে কাতার। ফুটবল বিশ্বকাপের আগে আশা করা হয়েছিল যে ওই আমদানির পরিমাণ আরো বাড়বে। তবে সাম্প্রতিককালের কিছু চালানে ক্ষতিকারক মাইক্রোব্যাক্টেরিয়া মেলায় এবার ভারত থেকে সাময়িকভাবে সামুদ্রিক খাদ্য আমদানি নিষিদ্ধ করল বিশ্বকাপ আয়োজক দেশ। আগামীকাল রোববার শুরু হতে চলা বিশ্বকাপের আগে সেদেশে খাদ্য সামগ্রীর পরীক্ষা চলেছিল। ওই সময়ই দেখা যায়, ভারত থেকে রফতানি হওয়া কিছু চালানের চিংড়ির গুণগত মান ঠিক নেই। জানা গেছে, যে চালান নিয়ে সমস্যা, সেগুলো অক্টোবর নাগাদ ভারত থেকে কাতারে গিয়ে পৌঁছেছিল।
পরীক্ষার পর ভারতীয় চিংড়ির গুণগত মান নিয়ে সমস্যার বিষয়টি স্বাস্থ্য-সংক্রান্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানায় ওই দেশের ‘মেরিন প্রোডাক্টস এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথোরিটি’।
জানা গেছে, ভারতের ছয়টি রফতানিকারকের চালান দেয়া চিংড়িতে সমস্যা পাওয়া গেছে। এদিকে ভারতের ‘সিফুড এক্সপোর্ট অ্যাসোসিয়েশন’ জানিয়েছে যে কাতার কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে যে শিগগিরই তারা ভারতের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে। তবে চিংড়িসহ সিফুড রফতানির আগেই ভারতের ‘এক্সপোর্ট ইনস্পেকশন এজেন্সি’র (কেন্দ্রীয় সরকারের অধীনে) অনুমোদন পেতে হবে।
জানা গেছে, কাতারের ‘মেরিন প্রোডাক্টস এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথোরিটি’ ইতিমধ্যেই প্রশ্নের মুখে থাকা ভারতীয় সংস্থাগুলোকে শোকজ নোটিশ ধরিয়েছে। অপরদিকে ভারতীয় ‘এক্সপোর্ট ইনস্পেকশন এজেন্সি’ ওই সংস্থাগুলোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। হিসাব বলছে, গতবছর ভারত থেকে ২৫ মিলিয়ন ডলার মূল্যের ৪০০০ টন সিফুড রফানি করা হয়েছিল কাতারে। ভারতের চিংড়ি এবং সিফুডের খুব গুরুত্বপূর্ণ বাজার কাতার। তাই এভাবে কাতার বিশ্বকাপের আগে ভারতের সিফুড শিল্পে বড় ধাক্কা খেয়েছে এই নিষেধাজ্ঞার জেরে। তবে ওই সমস্যা মেটাতে উদ্যত হয়ে ব্যবসায়িক সংগঠন এবং ভারত সরকার। সূত্র : হিন্দুস্তান টাইমস
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।