Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তানে সেনাপ্রধান নিয়োগ নিয়ে সরকারের যোগাযোগ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০২২, ১২:০৩ এএম

পাকিস্তানের পরবর্তী সেনাপ্রধান নিয়োগ এবং অন্যান্য বিষয় নিয়ে ড. আরিফ আলভির সাথে সাক্ষাত করেছেন দেশটির অর্থমন্ত্রী সিনেটর মোহাম্মদ ইসহাক দার। শুক্রবার প্রেসিডেন্ট হাউসে অনুষ্ঠিত এই বৈঠকে রাজনৈতিক অচলাবস্থা, অর্থনৈতিক সঙ্কট নিয়েও আলোচনা হয়। এদিকে আলভি জানিয়েছেন, পরবর্তী সেনাবাহিনী প্রধান নিয়োগে তিনি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের পরামর্শ অনুসরণ করবেন। তিনি তার সহকর্মীদের সাথে আলাপকালে বলেছেন, বহুল আলোচিত পরবর্তী সেনাপ্রধান নিয়োগ নিয়ে তিনি কোনো বাধার সৃষ্টি করবেন না। পাকিস্তানের বিরোধী দলের নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান মেধার ভিত্তিতে পরবর্তী সেনাপ্রধান নিয়োগ করার ওপর জোর দিতে থাকার প্রেক্ষাপটে এই মন্তব্য করলেন। বর্তমান সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়ার মেয়াদ চলতি মাসেই শেষ হচ্ছে। তিনি তার মেয়াদ বাড়ানোর বিষয়টি নাকচ করে দিয়েছেন। দি নিউজ ইন্টারন্যাশনাল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ