Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অক্টোবরে জাপানে বিদেশি দর্শনার্থীর সংখ্যা দ্বিগুণ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০২২, ১২:০৩ এএম

কভিডজনিত সীমান্ত বিধিনিষেধ তুলে দেয়ার পর জাপানে বিদেশী দর্শনার্থী বাড়ছে। অক্টোবরে দেশটিতে বিদেশী দর্শনার্থীর সংখ্যা পাঁচ লাখের কাছাকাছি পৌঁছেছে। এ সংখ্যা সেপ্টেম্বরের তুলনায় দ্বিগুণেরও বেশি। রয়টার্সের খবরে বলা হয়েছে, গত ১১ অক্টোবর দুই বছরের বেশি সময় ধরে চলা কঠোর সীমান্ত বিধিনিষেধ তুলে দেয়। প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাও অর্থনীতি শক্তিশালী করতে পর্যটনের ওপর নির্ভর করছেন। ডলারের বিপরীতে ইয়েনের অবমূল্যায়নে খরচ কমে যাওয়ায় বিদেশীদের কাছে জাপান আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠছে। জাপান ন্যাশনাল ট্যুরিজম অর্গানাইজেশন বলছে, পর্যটন ও ব্যবসা উভয় ক্ষেত্রে দেশটিতে বিদেশী দর্শনার্থীর সংখ্যা অক্টোবরে ৪ লাখ ৯৮ হাজার ৫০০ জনে পৌঁছেছে। যেখানে এ সংখ্যা গত সেপ্টেম্বরে ২ লাখ ৬ হাজার ৫০০ এবং গত বছরের অক্টোবরে ২ হাজার ১৫৫ জনের চেয়ে অনেক বেশি। তবে প্রাক-মহামারীর তুলনায় দেশটির বিদেশী পর্যটকের সংখ্যা এখনো পিছিয়ে রয়েছে। চলতি বছর এখন পর্যন্ত ১৫ লাখ ২০ হাজার বিদেশী পর্যটক পেয়েছে জাপান। এ সংখ্যা ২০১৯ সালে রেকর্ড ৩ কোটি ১৮ লাখ থেকে অনেক পিছিয়ে রয়েছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ