Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্রীবরদীতে তাতীদলের সমাবেশ শেষে পুলিশের সাথে সংঘর্ষ ও ককটেল বিষ্ফোরন

বিএনপির ৭৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা : গ্রেফতার-১৫

শেরপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০২২, ১২:৩৩ পিএম

শেরপুরের শ্রীবরদীতে তাঁতী দলের কর্মী সমাবেশ শেষে ফেরার পথে পুলিশের
সাথে নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার রাত সাড়ে আট
টার দিকে পৌর শহরের সাতানী শ্রীবরদী এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের অভিযোগ,
এসময় ৩টি ককটেল বিস্ফোরণ করে তাঁতী দলের কর্মীরা। এতে ৩পুলিশ সদস্য আহত
হয়েছেন। এদিকে এই ঘটনায় বিএনপি ও তাঁতী দলের ১৫ নেতা কর্মীকে আটক করেছে
পুলিশ।

পুলিশ জানায়, শ্রীবরদী পৌর তাঁতী দল আয়োজিত কর্মী সমাবেশে যাওয়ারে পথে
এবং শেষ করে ফেরার পথে উগ্র ও রাষ্ট্রদ্রোহী বিভিন্ন স্লোগান ও উচ্ছৃঙ্খল
আচরণ করে নেতাকর্মীরা। ফেরার পথে তাদেরকে থামাতে চেষ্টা করলে পুলিশের ওপর
ইট পাটকেল নিক্ষেপ শুরু করে তারা। পরে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার
এক পর্যায়ে তিনটি ককটেল বিস্ফোরণ করলে তিন পুলিশ সদস্য আহত হয়। এঘটনায় ১৫
নেতাকর্মীকে তাৎক্ষনিক আটক করা হয়। এ ব্যাপারে শ্রীবরর্দী থানায় ৩৬ জনের
নাম উল্লেখ করে এবং ৪০ জনকে অজ্ঞাতনামাসহ মোট ৭৬ জন বিএনপির নেতাকর্মীদের
নামে মামলা করা হয়েছে।
এ বিষয়ে শেরপুর জেলা বিএনিপর সভাপতি মাহমুদুল হক রুবেল বলেন, কর্মী
সমাবেশ শেষ করে নেতকর্মীরা বাড়ী ফিরছিলো। এসময় পুলিশ রাস্তা থাকে তাদরকে
আটক করে নিয়ে যায়, এবং মিথ্যা মামলা দায়ের করে। এটা আন্দোলন থামানোর একটি
কৌশল মাত্র। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন,
এই ঘটনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিত স্বাভাবিক করা হয়েছে।
ঘটনাস্থল থেকে দুইটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। অভিযানের
মাধ্যমে পনেরো নেতাকর্মীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে
ও পুলিশের উপর অভিযানের জন্য মামলা করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ