Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এটা কি ঘুমানোর জায়গা?

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০২২, ১২:০১ এএম

রাস্তায় রাস্তায় ঘুরে খাবার খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে একটা কুকুর পথের পাশে শুয়ে ঘুমিয়ে যায়। ঘুমের ঘোরে হারিয়ে যাওয়া এ অচেনা কুকুরটি কি জানতো যে, হঠাৎ তার ঘুমের শত্রু একটি গন্ডার চিড়িয়াখানা থেকে তাকে জাগাতে ছুটে আসবে এবং তাকে জিজ্ঞাসা করবে, ‘এটা কি ঘুমানোর জায়গা’?
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে একটি গন্ডারকে সোজা রাস্তার পাশে ঘুমিয়ে থাকা কুকুরটির দিকে ছুটে আসতে দেখা যায়।
গন্ডার তার কাছে এসে তাকে জাগিয়ে তোলে। কুকুরটি গভীর ঘুম থেকে জেগে হঠাৎ গন্ডারটিকে দেখে চিৎকার করে দৌড়ে পালায়।
ভিডিওটি টুইটারে শেয়ার করেছেন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এ ১৪ সেকেন্ডের ভিডিওটি এখন পর্যন্ত অর্ধ লক্ষাধিক বার দেখা হয়েছে। এটি ২৫০ বারের বেশি শেয়ার করা হয়েছে এবং ২ হাজারেরও বেশি বার লাইক করা হয়েছে।
যদিও অনেক ব্যবহারকারী এটিতে আকর্ষণীয় মন্তব্য দিচ্ছেন এবং প্রকৃতপক্ষে ভাবছেন যে, এভাবে কাউকে জাগালে কেমন লাগবে। যদিও কিছু ব্যবহারকারী রাস্তায় গন্ডার কোথা থেকে এসেছে তা নিয়ে বেশি আগ্রহ দেখিয়েছেন, কারণ এটির কোনো বন বা চিড়িয়াখানায় থাকা উচিত। সূত্র : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ