Inqilab Logo

শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ল্যাবে তৈরি গোশত খাওয়ার অনুমোদন যুক্তরাষ্ট্রে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০২২, ১২:০১ এএম

প্রথমবারের মতো ল্যাবরেটরি বা পরীক্ষাগারে তৈরি মাংস খাওয়ার অনুমোদন দিল যুক্তরাষ্ট্র। একটি প্রতিষ্ঠানকে এ অনুমোদন দেয়া হয়েছে। খবর বিবিসি। ‘সতর্ক মূল্যায়ন’ করে ল্যাবে কোষসৃষ্ট মাংস খাওয়ার উপযোগী বলে ঘোষণা দিয়েছে দেশটির সুরক্ষা সংস্থা খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। জীবন্ত প্রাণীর কোষ ব্যবহার করে স্টিলের ট্যাংকে এই মাংস সৃষ্টি করেছে আপসাইড ফুডস কোম্পানি। মার্কিন কৃষি বিভাগ জানায়, আরেকটু পরীক্ষা-নিরীক্ষা শেষে ল্যাবে উৎপাদিত মাংস ভোক্তাদের কাছে বিক্রি করা সম্ভব হবে। এফডিএ জানিয়েছে, আপসাইড ফুডসের দেয়া তথ্য যাচাই-বাছাই করে বিবৃতিতে তা প্রকাশ করা হয়েছে এবং এ বিষয়ে তাদের কোনো প্রশ্ন নেই। ফার্মটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী উমা ভালেতি বলেন, আমরা অনেক সংশয়ের মধ্যে আপসাইডের যাত্রা শুরু করেছিলাম। কিন্তু এখন আমরা ইতিহাস রচনা করেছি। এফডিএ থেকে আমরা ‘নো কোশ্চেন লেটার’ পেয়েছি। এফডিএ-র বিবৃতির বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সংস্থার এই পর্যালোচনা আপাতত শুধু আপসাইড ফুডের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। তবে এ জাতীয় খাদ্যপণ্য প্রস্তুতকারী অন্য কোম্পানির সঙ্গেও কাজ করতে আগ্রহী তারা। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ