Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুই রুশ এক ইউক্রেনীয়কে যাবজ্জীবন কারাদণ্ড

মালয়েশিয়ার প্লেন ভূপাতিত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০২২, ১২:০১ এএম

মালয়েশিয়ান এয়ারলাইন্স ফ্লাইট ১৭ ভূপাতিত করার দায়ে দুই রুশ নাগরিক ও এক ইউক্রেনীয় বিচ্ছিন্নতাবাদীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন একটি ডাচ আদালত। ২০১৪ সালে পূর্ব ইউক্রেনে ওই মালয়েশীয় যাত্রীবাহী প্লেনটি ভূপাতিত করা হয়। এতে প্লেনের ২৯৮ জন আরোহী নিহত হন। নিহতদের মধ্যে ১৫ জন ক্রু মেম্বার ও ১৭টি দেশের ২৮৩ জন যাত্রী ছিলেন। সাজাপ্রাপ্ত রুশ নাগরিক ইগর গিরকিন ছিলেন রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসের (এফএসবি) সাবেক কর্নেল ও সার্গেই দুবিনস্কি রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা জিআরইউ-তে কর্মরত ছিলেন। আর ইউক্রেনীয় বিচ্ছিন্নতাবাদী লিওনিদ খারচেনকো ২০১৪ সালের জুলাইয়ে দোনেৎস্কে একটি কমব্যাট ইউনিটের নেতৃত্ব দিতেন বলে ধারণা করা হয়। এ মামলায় চতুর্থ সন্দেহভাজন ছিলেন আরেক রুশ নাগরিক ওলেগ পুলাতভ। রুশ বিশেষ বাহিনী স্পেৎসনাজ-জিআরইউর সাবেক এই সৈনিককে খালাস দেওয়া হয়। দোষী সাব্যস্ত প্রত্যেকেই বিচারকার্যে অংশ নিতে অস্বীকৃতি জানান। তাদের অনুপস্থিতিতেই রায় ঘোষণা করা হয়। অর্থাৎ সাজাপ্রাপ্তদের সাজা ভোগ করার সম্ভাবনা খুবই কম। মালয়েশীয় প্লেনটি ২০১৪ সালে রুশ বিচ্ছিন্নতাবাদীপন্থি ও ইউক্রেনীয় বাহিনীর যুদ্ধের মাঝখানে পড়ে গিয়েছিল। ওই সময় গোলাবর্ষণে বিমানটি ভূপাতিত হয়। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার সর্বাত্মক হামলা শুরুর প্রায় নয় মাস পর নেদারল্যান্ডসের আদালত এই রায় দিলেন। সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ