মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে রাজনৈতিক বাকবিতণ্ডায় অশালীন মন্তব্যের হিড়িক চলছে। সামনেই গ্রামাঞ্চলের পঞ্চায়েত ভোট, তাই বাক্যবানের প্রতিযোগিতা শুরু হয়েছে শাসক তৃণমূল এবং বিরোধী দল বিজেপির মধ্যে। এই অশালীন প্রতিযোগিতা থেকে বাদ যাচ্ছেন না রাষ্ট্রপতিও। রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশনের প্রথম দিনটাও কেটে গেল এভাবেই। শালীনতা ভঙ্গ হচ্ছে প্রতিনিয়ত। থানা-পুলিশ ছাড়িয়ে এসব নিয়ে মামলা হাইকোর্টেও গড়িয়েছে। তবু মুখে লাগাম দিচ্ছেন না নেতারা। ভারতের প্রথম আদিবাসী নারী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে রাজ্যের মন্ত্রী অখিল গিরির সাম্প্রতিক মন্তব্য ঘিরে দেশজুড়ে বিতর্ক চলছে। অখিল বলেছিলেন, ‘আমরা রূপের বিচার করি না। তোমার রাষ্ট্রপতির চেয়ারকে আমরা সম্মান করি। তোমার রাষ্ট্রপতিকে কেমন দেখতে বাবা?’ এই মন্তব্যকে হাতিয়ার করে বিজেপি রাজনৈতিকভাবে তৃণমূলের গায়ে ‘আদিবাসীবিরোধী’ তকমা লাগাতে চাইছে। হাইকোর্টে মামলা হলে বিচারপতি দুই সপ্তাহের মধ্যে পুলিশ রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছেন। এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও অখিলের দোষ স্বীকার করেছেন। কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আবার রাজ্যের আদিবাসী মন্ত্রী বিরবাহা হাঁসদা সম্পর্কে মন্তব্য করে তা উসকে দিয়েছেন। তিনি বলেছেন, ‘এরা আমার জুতোর তলায় থাকে। বিরবাহা ইতিমধ্যেই ঝাড়গ্রাম থানায় অভিযোগ দায়ের করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।