মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হলেন সি ভি আনন্দ বোস। জগদীপ ধনকড়ের পর তিনিই স্থায়ী রাজ্যপাল। বৃহস্পতিবার ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই নিয়োগ দেন। কয়েকদিনের মধ্যেই দায়িত্ব গ্রহণ করবেন আনন্দ বোস। দেশটির রাষ্ট্রপতি ভবন থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, সি ভি আনন্দ বোসকে পশ্চিমবঙ্গের স্থায়ী রাজ্যপাল হিসেবে নিয়োগ দেওয়া হলো। তিনি যেদিন থেকে দায়িত্ব নেবেন সেদিন থেকেই এই নির্দেশনা কার্যকর হবে। এর আগে উপ-রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে রাজ্যপালের পদ ছাড়েন জগদীপ ধনকড়। তারপর লা গণেশনকে অস্থায়ী রাজ্যপাল করা হয়। সবশেষ স্থায়ী রাজ্যপাল পেলো পশ্চিমবঙ্গ। এর আগে আনন্দ বোস মেঘালয় সরকারের মুখ্য উপদেষ্টা ছিলেন। তিনি ইংরাজি, হিন্দি ও মালয়ালি ভাষার কবি, সাহিত্যিক ও প্রাবন্ধিক। তার জন্ম কেরালায়। এ রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিবের দায়িত্ব পালনের পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বেশ কয়েকটি মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেছেন আনন্দ বোস। রাজনৈতিক মতাদর্শে বিজেপি ঘনিষ্ঠ বলেই পরিচিত তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।