Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

হোয়াইট হাউজে বাইডেনের নাতনির বিয়ে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০২২, ১২:০১ এএম

হোয়াইট হাউজে জমকালো বিয়ের আয়োজন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নাতনির বিয়ে বলে কথা। আজ বিয়ের পিঁড়িতে বসছেন জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের মেয়ে নাওমি বাইডেন। মার্কিন প্রেসিডেন্টের বাসভবন ঘিরে তাই সাজ সাজ রব। আজ নয় বছরের মধ্যে হোয়াইট হাউজে প্রথম বিয়ের আয়োজন করা হচ্ছে। ২৮ বছর বয়সী আইনজীবী নাওমি বাইডেন বিয়ে করছেন পেনসিলভানিয়া ল স্কুল থেকে সদ্য গ্রাজুয়েট ২৪ বছর বয়সী পিটার নিলকে। জানা গেছে, বিয়ে উপলক্ষে সাজানো হচ্ছে হোয়াইট হাউজের সাউথ লন। নাওমি, প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেনের বড় নাতনি। ২০২১ সালের সেপ্টেম্বরে নিলের সঙ্গে তার বাগদানের ঘোষণা দেন নাওমি। পরে টুইটারে আরও বিস্তারিত জানান। তবে হোয়াইট হাউজে নাওমি বাইডেনের বিয়ের বিষয়টি সম্পূর্ণ আলাদা। কারণ, এই প্রথম প্রেসিডেন্টের কোনও নাতনির বিয়ের আসর বসবে হোয়াইট হাউজে। নাতনির বিয়ে বিয়ে উচ্ছ্বসিত ফার্স্ট লেডি জিল বাইডেন। জিল বাইডেনের যোগাযোগবিষয়ক পরিচালক এলিজাবেথ আলেকজান্ডার গত এপ্রিলে জানিয়েছিলেন, প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি নাতনি নাওমি বাইডেন ও এবং তার বাগদত্তা পিটার নিলের বিয়ের সংবর্ধনার আয়োজন করবেন । হোয়াইট হাউজের সূত্র মতে, নিউইয়র্ক সিটিতে দেখা হয় নাওমি ও নিলের। চার বছরের বন্ধুত্বের সম্পর্ক, অবশেষে বিয়ের সিদ্ধান্ত নেন তারা। এই বিয়ের আয়োজন ২০১৩ সালের পর প্রথম হচ্ছে হোয়াইট হাউজে। ২০০৮ সালে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ কন্যা জেনার বিয়ের আয়োজনও হয় হোয়াইট হাউজে। এরপর ২০১৩ সালে ওবামা প্রশাসনের সময় শীর্ষ ফটোগ্রাফার পিট সুজা ও প্যাটি লিজ বিয়ে করেছিলেন রোজ গার্ডেনে। এর আগেও ১৮টি বিয়ের সাক্ষী হয় হোয়াইট হাউজ। ১৮৮৬ সালে একমাত্র প্রেসিডেন্ট হিসেবে সেখানে বিয়ে করেন গ্রোভার ক্লিভল্যান্ড। যদিও হোয়াইট হাউজে প্রেসিডেন্টদের বেশ কিছু আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানের আয়োজনও করা হয় এর আগে। অন্যদিকে, গত শনিবার সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে টিফানির বিয়ে সম্পন্ন হয়েছে। দীর্ঘদিনের প্রেমিক মাইকেল বাউলোসকে বিয়ে করেছেন তিনি। পিপল ডট কম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ