Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাবরকে টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়তে বললেন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০২২, ৩:৫৭ পিএম

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা জিততে পারেনি পাকিস্তান। ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ১৯৯২ সালের স্মৃতি ফিরিয়ে আনার আশায় বুক বেঁধেছিলেন দর্শকরা। কিন্তু ফাইনালে বাজে ব্যাটিং সেই স্বপ্ন গুঁড়িয়ে দেয়। 

 

বিশ্বকাপ ও তার আগে অধিনায়ক বাবর আজমের পারফরম্যান্স মোটেও সন্তোষজনক ছিল না। তবে সেমিফাইনাল ও ফাইনালে রানে ফেরার ইঙ্গিত দিয়েছেন এ তরুণ।

পাকিস্তানের ক্রিকেট সমর্থকদের অনেকে মনে করেন অধিনায়কত্বের চাপ নিতে পারছেন না বাবর। এ কারণে বাবরকে অধিনায়কত্ব ছেড়ে খেলা উপভোগ করার পরামর্শ দিয়েছেন সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি।

 

‘তোমার দলে শাদাব খান, রিজওয়ানের মতো ক্রিকেটার রয়েছে। ফলে তুমি মুক্তমনে খেলতে পার।’

সামা টিভিতে এক টকশোতে শহিদ আফ্রিদি এ কথা বলেন। 

 

আফ্রিদি আরও বলেন, আমি মনে করি ওকে (বাবরকে) কঠোর সিদ্ধান্ত নিতে হবে। জাতীয় টি২০ দলের অধিনায়কত্ব ওকে ছাড়তে হবে। ওর নিজের ব্যাটিংয়ে ফোকাস করা প্রয়োজন। টেস্ট ও ওয়ানডেতে অধিনায়কত্ব করুক।’

 

শহিদ আফ্রিদি অবশ্য বাবরকে টি টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার পরামর্শ দিয়েই থেমে থাকেননি। তার মতে, মোহাম্মদ রিজওয়ান, শাদাব খান ও শান মাসুদরা রয়েছেন, যারা টি২০ তে অধিনায়ক হওয়ার যোগ্য। 

 

সাবেক তারকা ক্রিকেটার আফ্রিদি বলেন, ‘আমি বাবরকে যথেষ্ট সম্মান করি। আর সে কারণেই আমি চাই না যে ও টি২০ ক্রিকেটেও অধিনায়কত্বের চাপটা নিক। আমি চাই ও ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাটের অধিনায়কত্বে সম্পূর্ণভাবে মনোনিবেশ করুক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ