মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইমরান খানের পর এবার পুষ্প কমল দহাল ওরফে প্রচণ্ড। প্রাক্তন প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টার ঘটনায় সরগরম নেপাল। নির্বাচনী র্যালিতে বোমা বিস্ফোরণ ঘটিয়ে তাকে খুনের চেষ্টা করা হয়। বিস্ফোরণে একজন আহত হলেও প্রাণ বেঁচে যান পুষ্প কমল দহাল ওরফে প্রচণ্ড। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে নেপাল পুলিশ। কী ভাবে ওই ব্যক্তি বিস্ফোরক পেলেন, তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। ষড়যন্ত্রের নেপথ্যে আর কারোর হাত রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। প্রসঙ্গত, আগামী রোববার নেপালে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ। ভোটের মুখে এই ঘটনায় হিমালয়ের কোলের রাজ্যে অস্থিরতা তৈরি হতে পারে বলেও মনে করছেন কূটনৈতিক ও প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।
নেপাল পুলিশ সূত্রে খবর, ভোজপুর জেলায় নির্বাচনী প্রচারে যাওয়ার কথা ছিল প্রচণ্ড। সেখানেই ব়্যালির মধ্যে বিস্ফোরণের ঘটনা ঘটে। তদন্তকারীদের দাবি, টিফিন বক্সের মধ্যে বোমা রাখা হয়েছিল। ব়্যালি শুরুর একেবারে মুখে ওই বিস্ফোরণ ঘটে। হামলাকারীরা স্বল্প ক্ষমতায় বিস্ফোরক ব্যবহার করেছিল। এতেই স্পষ্ট শুধু মাত্র প্রচণ্ডকেই উড়িয়ে দেয়ার পরিকল্পনা করেছিলেন তারা। তবে প্রাক্তন প্রধানমন্ত্রী ব়্যালিতে পৌঁছনোর আগেই বিস্ফোরণ ঘটে যায়। সেই কারণেই প্রাণে বেঁচে যান তিনি।
পুলিশ সূত্রে খবর, ব়্যালির শুরুর সময় মঞ্চে বক্তৃতা দেয়ার কথা ছিল প্রাক্তন প্রধানমন্ত্রী প্রচণ্ডর। হামলাকারী মঞ্চ থেকে ৪০ মিটার দূরে টিফিন বক্সে বোমা রেখে সরে যায়। ব়্যালি শুরু হলে মঞ্চ থেকে নেমে ওই রাস্তা দিয়ে এগিয়ে যেতে প্রচণ্ড। তখনই বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করা হয়েছিল বলে অনুমান তদন্তকারীদের।
চলতি মাসেই লাহোর থেকে ইসলামাবাদে মিছিল নিয়ে যাওয়ার সময় গুলিবিদ্ধ হন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তবে হত্যার চেষ্টা হলেও প্রাণে বেঁচে যান তিনি। ইমরানের পায়ে গুলি লাগে। পরে অস্ত্রোপচার করে সেই গুলি বের করা হয়। এই ঘটনায় নেপথ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, অন্তর্দেশীয় মন্ত্রী রানা সানাউল্লাহ এবং পাক গুপ্তচর সংস্থা আইএসআই-র শীর্ষ কর্তা ফয়সল নাসিরের হাত রয়েছে বলে অভিযোগ করেছেন ইমরান। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার প্রাণঘাতী হামলার চেষ্টা হল নেপালের সাবেক প্রধানমন্ত্রীর উপর। উল্লেখ্য, কমিউনিস্ট পার্টি নেপাল মাওবাদী-র নেতা প্রচণ্ড দু’দফায় ওই দেশের প্রধানমন্ত্রী ছিলেন। ২০০৮ থেকে ২০০৯ পর্যন্ত প্রথমবার প্রধানমন্ত্রী হন তিনি। এরপর ২০১৬ থেকে ২০১৭ পর্যন্ত ফের ক্ষমতায় ফিরেছিলেন তিনি। সূত্র: টিওআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।