Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জ্ঞানবাপী মামলায় হিন্দুদের পক্ষে রায়, খারিজ মুসলিমপক্ষের আর্জি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০২২, ৯:২৬ পিএম

জ্ঞানবাপী মামলায় হিন্দুদের পক্ষেই রায় দিল ভারতের আদালত। বৃহস্পতিবার বারাণসী ফাস্ট ট্র্যাক কোর্টে খারিজ হয়ে গেল মুসলিমপক্ষের আবেদন। আদালত জানিয়ে দিল, জ্ঞানবাপী মসজিদের ওজুখানায় থাকা ‘শিবলিঙ্গ’কে পুজো করা-সহ যে আর্জিগুলি জানিয়ে হিন্দুপক্ষ মামলা করেছে তার শুনানি হবে।

এদিন জ্ঞানবাপীর ‘অঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটি’র আবেদনটি খারিজ করে দেয় আদালতে। বারাণসী ফাস্ট ট্র্যাক কোর্ট জানিয়ে দিয়েছে, জ্ঞানবাপী পরিসরে পূজার্চনা করার জন্য হিন্দুপক্ষের আবেদন বৈধ। এক্ষেত্রে শুনানি চালাতে কোনও বাধা নেই। একইসঙ্গে, আগামী ২ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন নির্ধারিত করেছেন বিচারক।

প্রসঙ্গত, গত সপ্তাহেও জ্ঞানবাপী মামলায় স্বস্তি পেয়েছিল হিন্দুপক্ষ। ‘শিবলিঙ্গ’ ও সংলগ্ন এলাকার নিরাপত্তা বজায় রাখার রায়ের মেয়াদ বাড়িয়েছিল সুপ্রিম কোর্ট। মে মাসেই এই নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। সেই রায়ই আপাতত বজায় রেখে নির্দেশ দেয়া হল ওই এলাকা যেমন সিল করা আছে, তেমনই রাখতে হবে।

উল্লেখ্য, ২০২১-এর আগস্টে পাঁচ হিন্দু মহিলা জ্ঞানবাপীর ‘মা শৃঙ্গার গৌরী’ (ওজুখানা ও তহখানা নামে পরিচিত) এবং মসজিদের অন্দরের পশ্চিমের দেয়ালে দেবদেবীর মূর্তির অস্তিত্বের দাবি করে তা পূজার্চনার অনুমতি চেয়েছিলেন বারাণসী আদালতে। সেই মামলায় বারাণসী দায়রা আদালতের বিচারক রবিকুমার দিবাকর নিযুক্ত কমিটির নির্দেশে জ্ঞানবাপী মসজিদের ভিতরে শুরু হয় ভিডিও সার্ভে। পালটা, ১৯৯১ সালের ওয়ারশিপ অ্যাক্ট -এর প্রসঙ্গ টেনে মামলার বৈধতাকে চ্যালেঞ্জ করে মুসলিম পক্ষ।

এদিকে, ভিডিও সার্ভের রিপোর্ট লিক হয়ে ওজুখানায় ‘শিবলিঙ্গ’ রয়েছে বলে শোরগোল পড়ে যায়। কিন্তু এই ভিডিও সার্ভেতে আপত্তি তোলেন মসজিদ কমিটির সদস্য ও তাদের আইনজীবীরা। তারা দাবি করে সেটা আসলে একটি ফোয়ারা। গত ২০ মে সেই মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। সূত্র: টাইমস নাউ।



 

Show all comments
  • MD Mazidul Akber ১৮ নভেম্বর, ২০২২, ১২:০৯ পিএম says : 0
    এটা হল মন গড়া রাই
    Total Reply(0) Reply
  • মোঃ আবদুর রাজ্জাক ১৮ নভেম্বর, ২০২২, ৮:১০ এএম says : 0
    দেশে দেশে এখন সংখ্যা গরিষ্ঠ ধর্মীয় সম্প্রদায়গুলোর জয় জয়কার।এ রায়ে অবাক হবার কিছু নেই।
    Total Reply(0) Reply
  • মোঃ আবদুর রাজ্জাক ১৮ নভেম্বর, ২০২২, ৮:১০ এএম says : 0
    দেশে দেশে এখন সংখ্যা গরিষ্ঠ ধর্মীয় সম্প্রদায়গুলোর জয় জয়কার।এ রায়ে অবাক হবার কিছু নেই।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ