Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দক্ষিণে মিত্র বাহিনীর কাছে পদর্যুস্ত ইউক্রেনের সেনারা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০২২, ৬:৩২ পিএম

ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর একটি বড় দলকে পদর্যুস্ত করে মিত্র বাহিনী ডনেৎস্ক পিপলস রিপাবলিক (ডিপিআর) এর উগলদার শহরের দিকে অগ্রসর হচ্ছে।

ডিপিআর পিপলস মিলিশিয়ার লেফটেন্যান্ট কর্নেল এবং আঞ্চলিক সংসদ সদস্য আন্দ্রে বেয়েভস্কি বুধবার এ তথ্য জানিয়েছেন।

তিনি চ্যানেল ওয়ানকে বলেন, ‘আমাদের বাহিনী দক্ষিণে পাভলোভকা এবং উগলেদারের দিকে অগ্রসর হচ্ছে। আমাদের সৈন্যরা সেখানে শত্রু বাহিনীর একটি বড় দলকে পদর্যুস্ত করেছে।’ বায়েভস্কি উল্লেখ করেছেন যে, ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী প্রাথমিকভাবে এই এলাকায় একটি শক্তিশালী দল মোতায়েন করেছিল।

‘তাছাড়া, আমরা অগ্রসর হওয়ার সাথে সাথে, তারা রিজার্ভ সৈন্যদের মোতায়েন করতে থাকে যাদের আমাদের পদর্যুস্ত করেছে এবং তারা এ অগ্রযাত্রা অব্যাহত রাখবে,’ বেয়েভস্কি উল্লেখ করেছেন। সূত্র: তাস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ